Advertisement

Richest Housewives Of Dubai: দুবাইয়ের ধনীতম ৬ গৃহবধূ, ডিভোর্স নিয়ে কোটপতি হয়েছেন প্রথম জন!

মার্কিন রিয়েলিটি শোয়ের আদলে নির্মিত 'দ্য রিয়েল হাউসওয়াইভস'-এ দুবাইয়ের ধনীতম গৃহকর্ত্রী হিসেবে বাছা হয়েছে ৬ নারীকে।

দুবাইয়ের ধনীতম গৃহকর্ত্রীরা। দুবাইয়ের ধনীতম গৃহকর্ত্রীরা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Jun 2022,
  • अपडेटेड 11:17 AM IST
  • মার্কিন রিয়েলিটি শোয়ের আদলে নির্মিত 'দ্য রিয়েল হাউসওয়াইভস'-এ দুবাইয়ের ধনীতম গৃহকর্ত্রী হিসেবে বাছা হয়েছে ৬ নারীকে।
  • ১ জুন প্রিমিয়ার হয়েছে 'দ্য রিয়েল হাউসওয়াইভস অফ দুবাই' রিয়েলিটি শোয়ের। 

দুবাইয়ে কোটি কোটি টাকার মালিক ওঁরা। অথচ সাধারণ গৃহবধূ! মার্কিন রিয়েলিটি শোয়ের আদলে নির্মিত 'দ্য রিয়েল হাউসওয়াইভস'-এ অংশ নিয়েছেন দুবাইয়ের ধনীতম ৬ গৃহকর্ত্রী। ১ জুন প্রিমিয়ার হয়েছে 'দ্য রিয়েল হাউসওয়াইভস অফ দুবাই' রিয়েলিটি শোয়ের। ২০০৬ সালের ২১ মার্চ 'দ্য রিয়েল হাউসওয়াইভস অফ অরেঞ্জ কাউন্টি' রিয়েলিটি শোয়ের প্রিমিয়ার হয়েছিল ক্যালিফোর্নিয়ায়। ভ্যাঙ্কুভার, মেলবোর্ন, অকল্যান্ড, সিডনি, জোহানেসবার্গ, হাঙ্গেরি, এথেন্সের পর দুবাইয়েও শুরু হয়েছে এই ফ্র্যাঞ্চাইজির সিরিজ। রিয়েল হাউসওয়াইভস ফ্র্যাঞ্চাইজির প্রথম সিরিজ সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী ধনী মহিলাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে কেন্দ্র করে।    

 ১। ক্যারোলিন স্ট্যানবারি

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনে জন্মে ছিলেন ক্যারোলিন স্ট্যানবারি। লেডিস অফ লন্ডন (২০১৪) শোয়ে অভিনয়ও করেছেন। তিনি দুবাইয়ের সবচেয়ে ধনী গৃহিণী। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ২৩২.৭০ কোটি (৩০ মিলিয়ন মার্কিন ডলার)। ক্যারোলিনের প্রথম স্বামীর নাম ছিল স্যাম হাবিব। দম্পতির তিন সন্তান। বিবাহবিচ্ছেদের পর প্রথম স্বামীর কাছ থেকে খোরপোষ বাবদ মোটা অঙ্কের টাকা পেয়েছিলেন। ক্যারোলিনের বর্তমান স্বামীর নাম সার্জিও ক্যারালো। যিনি প্রাক্তন ফুটবল। ক্যারোলিন বর্তমানে 'ক্যারোলিন স্ট্যানবারি' জুতোর ব্যবসার মালিক। যা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জুতোর ব্র্যান্ড।

আরও পড়ুন

২। লেসা মিলান

প্রাক্তন মিস জামাইকা এবং ফ্যাশন ডিজাইনার লেসা মিলান। সম্পদের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। তাঁর সম্পদের পরিমাণ ৩১.৭ থেকে ৫৭.১ কোটি টাকা (৯ মিলিয়ন মার্কিন ডলার)। মিনা রো ম্যাটারনিটি নামে একটি পোশাকের ব্র্যান্ডের মালিক লেসা মিলান। দুবাই আসার আগে মিলান জামাইকা থেকে মিয়ামিতে গিয়েছিলেন। সেখানে ৮ বছর থেকেছেন। কোটপতি রিচার্ড হলকে বিয়ে করেছেন। তিনটি সন্তান রয়েছে তাঁদের। ঘুরে বেড়াতে এবং ফটোগ্রাফি করতে পছন্দ করেন মিলান।

৩। ক্যারোলিন ব্রুকস

সংযুক্ত আরব আমিরশাহির তৃতীয় ধনী গৃহিণী ক্যারোলিন ব্রুকস। যার মোট সম্পদ ২৫.৩৯ থেকে ৩৮.০৯ কোটি টাকা (৪-৬ মিলিয়ন মার্কিন ডলার)। কসমোপলিটান মিডল ইস্টের প্রতিবেদন অনুযায়ী, ব্রুকস দুবাইয়ের ব্রোকারেজ ফার্মের ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। ইনস্টাগ্রামে ব্যবসায়ী মহিলার ২.২০ লক্ষ ফলোয়ার রয়েছে। সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটেও দেখা গিয়েছে তাঁকে। গ্লাস হাউস স্যালোঁ অ্যান্ড স্পা নামে একটি স্যালোঁ চালান।

Advertisement

৪। চ্যানেল আয়ান

রিয়েল হাউসওয়াইভস দুবাই সিরিজে চার নম্বরে রয়েছেন সুপারমডেল চ্যানেল আয়ান। কেনিয়ার এই সুন্দরীকে একাধিক ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা গিয়েছে। তিনি সফল ব্যবসায়ীও। সেলিব্রিটি মেকআপ শিল্পী টনি মাল্টের সঙ্গে একটি মেকআপ এবং স্কিনকেয়ার ব্র্যান্ডের মালিক আয়ান। তাঁর সম্পত্তির পরিমাণ মূল্য প্রায় ৬.৩৪ কোটি টাকা (১ মিলিয়ন মার্কিন ডলার)।

৫। সারা আল মাদানি

সারা আল মাদানি ১৫ বছর বয়সে নিজের ব্যবসা শুরু করেন। ভাল বক্তাও। ২০০টিরও বেশি অনুষ্ঠানে নিজের কথায় মানুষকে আকৃষ্ট করেছেন। তার লিঙ্কডিন প্রোফাইল অনুযায়ী মাদানি বর্তমানে হালহি নামে একটি সংস্থার মালকিন। এটি সেলিব্রিটিদের একটি মঞ্চ। এখান থেকে ভক্তদের জন্য ভিডিও দেন তাঁরা। তাঁর সম্পদের মূল্য প্রায় ৬.৩৪ কোটি (১ মিলিয়ন মার্কিন ডলার)।

৬। নিনা আলি (Nina Ali)

লেবাননে জন্ম হয়েছিল নিনা আলির। বড় হয়েছেন মার্কিন মুলুকের টেক্সাসে। ২০১১ সালে তিনি তাঁর ব্যবসায়ী স্বামী মুনাফ আলির সঙ্গে দুবাই আসেন। ইনস্টাগ্রামে ৫.২১ লক্ষ ফলোয়ার। । তাঁর মোট সম্পদ অপ্রকাশিত।

 

Read more!
Advertisement
Advertisement