Advertisement

Relationship : গার্লফ্রেন্ডকে কখনও বলবেন না এই ৫ কথা, বললেই ভাঙবে সম্পর্ক

সম্পর্ক মানেই তাতে ভালোবাসা যেমন থাকবে তেমনই রাগ, অভিমান, ঝগড়া থাকাও স্বাভাবিক। সে যে সম্পর্কই হোক না কেন। স্বামী-স্ত্রীর বা অন্য কোনও সম্পর্কের মধ্যে হয়তো ঝামেলা-বিবাদ থাকলেও তা নির্দিষ্ট সময় পরে মিটে যায় বেশিরভাগ ক্ষেত্রে।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jun 2022,
  • अपडेटेड 4:41 PM IST
  • সম্পর্ক মানেই তাতে ভালোবাসা যেমন থাকবে তেমনই  রাগ, অভিমান, ঝগড়া থাকাও স্বাভাবিক
  • সে যে সম্পর্কই হোক না কেন
  • তবে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে বেশ কিছু কথাবার্তা এড়িয়ে যাওয়া ভালো

সম্পর্ক মানেই তাতে ভালোবাসা যেমন থাকবে তেমনই  রাগ, অভিমান, ঝগড়া থাকাও স্বাভাবিক। সে যে সম্পর্কই হোক না কেন। স্বামী-স্ত্রীর বা অন্য কোনও সম্পর্কের মধ্যে হয়তো ঝামেলা-বিবাদ থাকলেও তা নির্দিষ্ট সময় পরে মিটে যায় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু, প্রেমিক-প্রেমিকার সম্পর্কে তা সব সময় হয় না। 
 
ঝগড়া বা অশান্তির পরে প্রেমিক তার প্রেমিকাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে। সব সময় যে বোঝাতে সফল হয় তা নয়। তবে মনে রাখতে হবে  বোঝানোর সময় প্রেমিকাকে রাগের মাথায় বেশ কিছু কথা একেবারেই বলতে নেই।  কারণ, এই কথাগুলো বললে সম্পর্ক ভেঙে যেতে পারে। 

কোন কোন কথা বলা উচিত নয়?

আরও পড়ুন

১. ফের নাটক করবে না
কিছু সম্পর্কের মধ্যে ছোটো ছোটো বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হয়। তারপর ফের সব ঠিক হয়ে যায়। তবে মনে রাখবেন গার্লফ্রেন্ডকে বোঝানোর সময় 'এটা তোমার প্রতিবারই নাটক'- একথা কোনওসময় বলবেন না। বরং তাকে ভালোবাসে বোঝান। 

2. 'তুমি ভালোবাসার যোগ্য নও' 
'তুমি ভালোবাসার যোগ্য নও'। ভুলেও প্রেমিকাকে এ কথা বলবে না। কোনও কোনও সময় ছেলেরা রেগে গিয়ে গার্লফ্রেন্ডকে একথা বলে বসেন। এতে সম্পর্ক ঠিক হওয়ার পরিবর্তে আরও খারাপ জায়গাতে চলে যায়। তাই বোঝানোর সময় সতর্ক থাকুন। 

 
৩. 'রেগেই থাকো, ইচ্ছে হলে কথা বোলো'
'রেগেই থাকো, ইচ্ছে হলে কথা বোলো।' এমন কথা কোনওদিন গার্লফ্রেন্ডকে বলবেন না। হয়তো আপনি ভাববেন এমন বললে আপনার বিপরীত থাকা মানুষটি খুশি হবেন বা শান্ত হবেন। কিন্তু, বাস্তবে তা নয়। বরং তিনি ভাববেন যে, আপনার জীবনে তাঁর কোনও গুরুত্বই নেই। 

৪. 'আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি' 
'আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি' - এই বাক্যও বলা উচিত নয় গার্লফ্রেন্ডকে। এতে তিনি রেগে যেতে পারেন। অপমানিতও বোধ করতে পারেন। ফলে, ভালোখারাপ সিদ্ধান্তও নিয়ে নিতে পারেন। 

Advertisement

৫. 'তোমার থেকে প্রাক্তন প্রেমিকা ভালো ছিল'
'তোমার থেকে প্রাক্তন প্রেমিকা ভালো ছিল'- ভুলেও একথা প্রেমিকাকে বলবেন না। শুধু রাগের মাথাতে নয়। কোনও অবস্থাতেই বলবেন না। বললে তিনি  সম্পর্ক থেকে বেরিয়েও যেতে পারেন।  

 

Read more!
Advertisement
Advertisement