Advertisement

Testicular Cancer Symptoms : আপনার অন্ডকোষে এই সমস্যাগুলি নেই তো? হতে পারে ক্যান্সারের লক্ষণ

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টেস্টিকুলার ক্যান্সারের নেপথ্যে অনেক কারণ থাকতে পারে। যেমন ধূমপান লাইফস্টাইল বা ফ্যামিলি হিস্ট্রি। অর্থাৎ পরিবারের কেউ যদি আগে এই ক্যান্সারের শিকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই সময়ে সময়ে পরীক্ষা করানো উচিত। সেক্ষেত্রে কোনওরকম সংকেত দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো চলা উচিত।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Nov 2022,
  • अपडेटेड 8:29 PM IST
  • অন্ডকোষেও হতে পারে ক্যান্সার
  • জানুন কোন বয়সী পুরুষদের বেশি ঝুঁকি থাকে
  • জেনে নিন উপসর্গও

ক্যান্সার (Cancer) মারণ রোগ। শুধু বড়রাই নয়, বর্তমানে ছোটদেরও ক্যান্সারে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। ক্যান্সার অনেক ধরনের হয়, এবং তা দেহের বিভিন্ন জায়গায় হতে পারে। তেমনই এক ধরনের ক্যান্সার হল টেস্টিকুলার ক্যান্সার (Testicular Cancer)। এই ক্যান্সার পুরুষদের অন্ডকোষে হয়। অণ্ডকোষ পুরুষদের যৌনাঙ্গের নিচে অবস্থিত। অন্ডকোষের কাজ হল প্রজননের জন্য যৌন হরমোন এবং শুক্রাণু তৈরি করা। তবে অন্যান্য ক্যান্সারের তুলনায় টেস্টিকুলার ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম থকে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অণ্ডকোষে ক্যান্সার হলে কোষগুলি বাড়তে থাকে। এই ক্যান্সারের ঝুঁকি সাধারণত ১৫ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। কয়েকটি গবেষণায় জানা গিয়েছে অন্যান্য দেশের পুরুষদের তুলনায় শ্বেতাঙ্গ পুরুষদের মধ্যে টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। যদিও এই তথ্যের সপক্ষে নিশ্চিত কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।

টেস্টিকুলার ক্যান্সারের কারণ (Testicular Cancer Causes)
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টেস্টিকুলার ক্যান্সারের নেপথ্যে অনেক কারণ থাকতে পারে। যেমন ধূমপান লাইফস্টাইল বা ফ্যামিলি হিস্ট্রি। অর্থাৎ পরিবারের কেউ যদি আগে এই ক্যান্সারের শিকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই সময়ে সময়ে পরীক্ষা করানো উচিত। সেক্ষেত্রে কোনওরকম সংকেত দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো চলা উচিত।

আরও পড়ুন

টেস্টিকুলার ক্যানসারের প্রাথমিক লক্ষণ (Testicular Cancer Symptoms)
১.
দু'টির মধ্যে যে কোনও একটি অণ্ডকোষে গাঁট তৈরি হওয়া বা আকারের পার্থক্য

২. অণ্ডকোষে ভারি বোধ হওয়া

৩. পেট বা কোমরের চারপাশে অল্পবিস্তর ব্যথা

৪. অণ্ডকোষে তরল জমে যাওয়া

৫.  অণ্ডকোষে ব্যথা অনুভব করা

এই প্রসঙ্গে একটা কথা অবশ্যই মনে রাখা দরকার, টেস্টিকুলার ক্যান্সারের উপসর্গ, দু'টির মধ্যে যেকোনও একটি অন্ডকোষে দেখা যায়। তবে ১৫ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের টেস্টিকুলার ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি হওয়ায়, এই সময়কালে অবশ্যই সতর্ক থাকা উচিত। এক্ষেত্রে যেকোনও রকম উপসর্গ দেখলেই চিকিৎসকের পরামর্শ নিন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement