Advertisement

Unmarried Couples Rights: হোটেলে থাকা, প্রকাশ্যে ঘনিষ্ঠতা! পুলিশি হয়রানি এড়াতে জানুন প্রেমের অধিকার

শুধু যে সিনেমায় ঘটছে তাই-ই নয়। বাস্তবে এমন ঘটনা ঘটে পারে। সেজন্য অবিবাহিত দম্পতিদের অধিকার সংক্রান্ত নিয়ম জানা জরুরি। 

প্রেমিক-প্রেমিকাদের যা জানতেই হবে। প্রেমিক-প্রেমিকাদের যা জানতেই হবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 May 2022,
  • अपडेटेड 9:57 PM IST
  • নানা সময়ে হয়রানির শিকার অবিবাহিত দম্পতিরা।
  • লিভ-ইন থেকে হোটেলে থাকার নিয়ম কী?

প্রিয় মানুষকে নিয়ে একটু নিভৃতে সময় কাটাচ্ছেন। ওমনি হাজির পুলিশ। অযথা হয়রানি। টাকা গচ্ছা। দিঘায় ঘুরতে গিয়েছেন। অথচ হোটেল মিলছে না। অবিবাহিত কাপলদের ঘরভাড়া পেতে কালঘাম ছুটছে! বলিউডের ছবি 'মাসান'-এ এমন একটি ঘটনা রয়েছে। দীপক চৌধুরী (ভিকি কৌশল) আর দেবী পাঠক (রিচা চাড্ডা) হোটেলে দেখা করতে গিয়েছে পুলিশের অভিযানে ফেঁসে যায়। এরপর নানা নিয়ম বলে দেবীকে  হেনস্থা করেন পুলিশ কর্মীরা। শুধু যে সিনেমায় ঘটছে তাই-ই নয়। বাস্তবে এমন ঘটনা ঘটে পারে। সেজন্য অবিবাহিত দম্পতিদের অধিকার সংক্রান্ত নিয়ম জানা জরুরি। 

১। লিভ-ইন সম্পর্ক 

বিয়ে ছাড়াই একসঙ্গে থাকছেন নারী-পুরুষ। বর্তমান যুগে লিভ-ইন সম্পর্ক বাড়ছে। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ১৮ বছরের ঊর্ধ্বে নারী এবং ২১ বছরের ঊর্ধ্বে পুরুষ স্বেচ্ছায় লিভ-ইন সম্পর্কে থাকতে পারেন। লিভ-ইন সম্পর্কে নারী-পুরুষ ইচ্ছামতো শারীরিক সম্পর্কে লিপ্ত হতেও আইনি কোনও বাধা নেই। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ বছর আগে অর্থাৎ ২০০৬ সালে সুপ্রিম কোর্ট একটি মামলার রায় দিতে গিয়ে বলেছিল, প্রাপ্তবয়স্ক হওয়ার পর একজন ব্যক্তি যে  কারও সঙ্গে বসবাস বা বিয়ে করতে পারেন। কিন্তু স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ হলে যেভাবে স্বামী স্ত্রীকে খরচ ও ভাতা দেয়, একইভাবে আদালত লিভ-ইন সম্পর্কের অবসানের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জরিমানার নির্দেশও দিতে পারে।

আরও পড়ুন

২।  হোটেলে থাকার নিয়ম

বিভিন্ন জায়গায় অবিবাহিত প্রাপ্তবয়স্ক দম্পতিদের হোটেলে থাকতে দেওয়া হয় না। তবে ভারতীয় আইন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষকে অধিকার দেয় যে তাঁরা যে কোনও জায়গায় যেতে এবং হোটেলে থাকতে পারেন। প্রাপ্তবয়স্ক দম্পতিদের একসঙ্গে হোটেলে না থাকতে দেওয়ার কোনও আইন নেই। তবে তাঁদের পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথির কপি চাইতে পারে হোটেল। তাই হোটেলে থাকার আগে নিয়ম ও শর্তাবলী পড়তে ভুলবেন না।

৩। প্রকাশ্যে বসার নিয়ম

বিয়ে না করলেও যে কোনও জায়গায় বসতে পারেন প্রেমিক-প্রেমিকারা। ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারা অনুযায়ী, যদি কেউ জনসমক্ষে অশ্লীল কাজ করেন তাহলে তাঁর ৩ মাসের কারাদণ্ড হতে পারে। এই ধারার অপব্যবহার হয়েছে বহুবার।মনে রাখবেন যে কোনও পাবলিক প্লেসে এমন কোনও কাজ করবেন না যাতে আপনি এই আইনের আওতায় চলে আসেন। প্রকাশ্যে খুব বেশি ঘনিষ্ঠ হবেন না।

Advertisement

৪। আপত্তিজনক ভাষার বিরুদ্ধে নিয়ম

ভালবাসার সম্পর্কেও গালিগালাজ করা হলে গার্হস্থ্য হিংসা থেকে নারীর সুরক্ষা আইন ২০০৫ অনুযায়ী, মেয়েরা সুবিচার পেতে পারেন। 

৫। শারীরিক সম্পর্কের নিয়ম

ভারতের সংবিধান ২১ নম্বর অনুচ্ছেদের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতার অধিকার দিয়েছে। সহজভাবে বললে, শারীরিক সঙ্গমে জড়াতেই পারে দম্পতিরা। সুপ্রিম কোর্টও ২০১৭-২০১৮ সালে জোড়া মামলার এ ব্যাপারে সম্মতি দিয়েছিল। 

Read more!
Advertisement
Advertisement