Advertisement

Pet Animals Vastu Shastra: বাড়িতে কুকুর-বিড়াল পুষলে বাস্তুতে কী প্রভাব পড়ে? জেনে রাখা উচিত

Pet Animals Vastu Shastra: বাড়িতে পোষা প্রাণী রাখা শুধু স্নেহ নয়, বাস্তুতেও এর রয়েছে প্রভাব। কুকুর বা বিড়াল রাখলে কী ধরনের শুভ-অশুভ ফল মিলতে পারে, জানলে অবাক হবেন। বাস্তু বিশেষজ্ঞদের মতে, কিছু নিয়ম না মানলে হতে পারে বিপরীত প্রভাবও।

বাড়িতে কুকুর-বিড়াল পুষলে বাস্তুতে কী প্রভাব পড়ে? জেনে রাখা উচিতবাড়িতে কুকুর-বিড়াল পুষলে বাস্তুতে কী প্রভাব পড়ে? জেনে রাখা উচিত
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 May 2025,
  • अपडेटेड 3:22 AM IST

Pet Animals Vastu Shastra Dogs And Cats: অনেকেই ভালোবাসা থেকে কুকুর বা বিড়াল বাড়িতে পুষে থাকেন। তবে অনেকের মনেই প্রশ্ন থাকে—বাস্তু শাস্ত্র অনুযায়ী এগুলোর প্রভাব কী? বাস্তুশাস্ত্র অনুসারে পোষা প্রাণী যেমন কুকুর ও বিড়াল ঘরে রাখার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট দিক অনুসরণ করলে তা শুভফল দেয়।

কুকুর পোষা ও বাস্তু
বাস্তু মতে কুকুর মূলত দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিকে রাখা উচিত। কুকুর ঘরে থাকলে তা নেতিবাচক শক্তি দূর করে, নিরাপত্তা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবেও কাজ করে। এটি শত্রু নাশ এবং মানসিক শান্তি বাড়ায় বলেও বিশ্বাস।

বিড়াল পোষা ও বাস্তু
বিড়াল সাধারণত রহস্যময় ও আধ্যাত্মিক শক্তির বাহক হিসেবে বিবেচিত। বাস্তুর দিক থেকে উত্তর-পশ্চিম কোণে বিড়াল রাখলে তা ভালো ফল দেয়। তবে অনেক বাস্তুশাস্ত্রী মনে করেন, বিড়াল রাখার আগে ঘরের শক্তি ও প্রাচীন বাস্তু দোষ বিচার করে নেওয়া উচিত।

আরও পড়ুন

সতর্কতা
পোষা প্রাণী যেন ঘরের মূল দরজা বা পূজার ঘরে না থাকে। এগুলোর নিয়ম মানা না হলে বাস্তু দোষ হতে পারে, যার ফলে অর্থহানি, অশান্তি বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে।

সঠিক নিয়মে কুকুর-বিড়াল পুষলে তা শুধুই স্নেহ নয়, বাস্তুতেও এনে দিতে পারে সৌভাগ্য ও শান্তি।

 

Read more!
Advertisement
Advertisement