Advertisement

White Hair Treatment: কম বয়সে চুলে পাক! গুড়ের সঙ্গে এই জিনিস মিশিয়ে খেলে গায়েব হবে পক্ককেশ

White Hair Treatment: চুলের রং কালো করে মেলানিন। নানা কারণে এই মেলানিন কমলেই চুল সাদা হতে থাকে। 

পাকা চুল কালো করার উপায়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Jul 2022,
  • अपडेटेड 5:11 PM IST
  • অল্প বয়সে চুলে পাক ধরে কেন?
  • পাকা চুলের সমস্যা এড়ানোর টোটকা।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাকতে থাকে চুল। তবে অনেকের কম বয়সেই পাক ধরে। শারীরিক কারণেই এটা হয়। স্বাস্থ্যকর জীবনযাপন করলে চুলে তাড়াতাড়ি পাক ধরে না। চুলের রং কালো করে মেলানিন। নানা কারণে এই মেলানিন কমলেই চুল সাদা হতে থাকে। 

অল্প বয়সে চুলে পাক ধরে কেন?

কম বয়সে চুলে পাক ধরার অনেক কারণ থাকতে পারে। যেমন পরিবারের সমস্যা থাকলে, অতিরিক্ত চাপ, জটিল রোগ, থাইরয়েড ডিজঅর্ডার, শরীরে ভিটামিন বি-১২-এর অভাব, ধূমপান ইত্যাদি। যে কারণে চুল পাকে- 

-ধূমপান
- মদ্যপান
- জাঙ্কফুড
- হজমের সমস্য়া

ঘরোয়া উপায়ে প্রতিকার 
     
কয়েকটি ঘরোয়া উপায়ে চুল কালো করতে পারেন। আপনি কি জানেন গুড় দিয়েও সাদা চুল কালো করা যায়? আপনাকে শুধু গুড়ের সঙ্গে মেথি বীজ ব্যবহার করতে হবে। এতে চুল কালো হতে শুরু করে। স্বাস্থ্যকর জীবনযাপন, চুলের যত্নের টিপস এবং গুড়ের সঙ্গে মেথি খেলে সাদা চুল থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নিই সাদা চুলের ঘরোয়া টোটকা

কম বয়সে সাদা চুল হতে থাকলে গুড়ের সঙ্গে মেথি ব্যবহার করুন। মেথি বীজ গুঁড়ো করুন। তার পর প্রতিদিন সকালে খালি পেটে এক টুকরো গুড়ের সঙ্গে ১ চা চামচ মেথির গুঁড়ো খান। এই ঘরোয়া উপায়টি সাদা চুল কালো করতে সাহায্য করে। এবং চুল পাকা বন্ধ হয়।

জবা ফুল, তিল ও আমলা ভাল থেকে পিষে নিন। সেই মিশ্রণে খানিকটা নারকেল তেল ঢালুন।  চুলের গোড়ায় লাগান। চুল আর পাকবে না। ঔজ্জ্বল্য ফিরবে। 

পেঁয়াজের টুকরো ভাল করে পিষে নিন। তার পর সেই রস লাগান চুলের গোড়ায়। সপ্তাহে দু'বার এটা করুন।

Advertisement

মেহেন্দি ও মেথি মিশিয়ে পেস্ট করুন। খানিকটা নারকেল দিন। এরপর চুলে লাগান। 

মিশ্রণ করার সময় না থাকলে বাদাম ও নারকেল থেকে মিশিয়ে নিন। প্রতিদিন চুলে লাগান। 

আরও পড়ুন- কাঁচা সবজি, বিস্কুট থেকে কেক, শিশুকে সুস্থ রাখতে আর কী কী খাওয়াবেন না?

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement