Advertisement

Why Mosquitoes Bite Me More : এই ৪ কারণে বেশি কামড়ায় মশা, ডেঙ্গি থেকে বাঁচতে জেনে রাখা জরুরি

কিছু মানুষ থাকেন যাঁদের মশা বেশি কামড়ায়। এমনকী অনেক সময় দেখা যায় ভিড়ের মাঝে অনেকে থাকলেও মশারা নির্দিষ্ট কিছু মানুষকেই বেশি করে ঘিরে ধরে। বিষয়টিতে অবাক হওয়ার কিছু নেই। এর নেপথ্যে রয়েছে নির্দিষ্ট কিছু কারণ। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ডেঙ্গির মশাডেঙ্গির মশা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Sep 2022,
  • अपडेटेड 1:09 PM IST
  • চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি
  • বিশেষ কিছু কারণে বেশি কামড়ায় মশা
  • জেনে নিন বিস্তারিত

রাজ্যজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue Fever)। তাই খুব স্বাভাবিকভাবেই মশার কামড় থেকে বাঁচার ও সতর্ক থাকার পরমর্শ দেওয়া হচ্ছ। এমতবস্থায় কিছু মানুষ থাকেন যাঁদের মশা বেশি কামড়ায়। এমনকী অনেক সময় দেখা যায় ভিড়ের মাঝে অনেকে থাকলেও মশারা নির্দিষ্ট কিছু মানুষকেই বেশি করে ঘিরে ধরে। বিষয়টিতে অবাক হওয়ার কিছু নেই। এর নেপথ্যে রয়েছে নির্দিষ্ট কিছু কারণ। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

রক্তের গ্রুপ
একাধিক গবেষণায় দেখা গিয়েছে,  যাঁদের রক্ত 'ও' গ্রুপের (Blood Group) তাঁদের মশা বেশি কামড়ায়। এই ব্লাডগ্রুপের মানুষদের প্রতি মশাদের বেশি আকৃষ্ট হতে দেখা গেছে। এছাড়া, গর্ভবতী মহিলা এবং স্থূল ব্যক্তিদের মেটাবলিক রেট বেশি থাকে, যে কারণে মশা তাদের বেশি কামড়ায়।

ঘাম এবং গন্ধ
মশা (Mosquito) সবকিছুর গন্ধ পায়। তাই মশা ল্যাকটিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং অন্যান্য যৌগগুলিকে সনাক্ত করে, যা ঘামের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়। এক্ষেত্রে শরীর থেকে বেরোনো গন্ধ যদি মশার পছন্দ হয়, তাহলে মশা বেশি করে কামড়ায়। 

আরও পড়ুন

ত্বক
ত্বকে উপস্থিত ব্যাকটেরিয়া (Skin Bacteria) মশাদের আমন্ত্রণ জানায়। একাধিক গবেষণা দেখা গিয়েছে যে, ব্যক্তির শরীরের যে অংশে যত বেশি ব্যাকটেরিয়া থাকবে, সেই দিকে মশা তত বেশি আসবে। এই কারণে, মশা বেশিরভাগ পায়ে কামড়ায়, কারণ সেখানে ব্যাকটেরিয়া বেশি দেখা যায়।

গ্যাস
কার্বন ডাই অক্সাইড (Carbon Dioxide) এমন একটি গ্যাস যা মশা চিনতে পারে। শুধু তাই নয়, ৫ থেকে ১৫ মিটার দূর থেকেও মশা নিজের শিকারকে চিনতে পারে। সেক্ষেত্রে মানুষ যত বেশি নিঃশ্বাস প্রশ্বাস নেন, তত বেশি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এবং মশারাও আকৃষ্ট হয়। 

 

Read more!
Advertisement
Advertisement