Advertisement

মোবাইলের VIP-পছন্দের নম্বর পাবেন সম্পূর্ণ ফ্রি'তে, জানুন কীভাবে

Vip নম্বরের জন্য লাখ টাকা খরচ করতে হবে না, সম্পূর্ণ Free-তে পাবেন এভাবে। সহজ পদ্ধতিতে ফ্রিতে নম্বর দিচ্ছে এই কোম্পানি।

ভিআইপি নম্বর এখন হাতের মুঠোয়
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 May 2022,
  • अपडेटेड 6:44 PM IST
  • Vip নম্বরের জন্য লাখ টাকা খরচ করতে হবে না
  • সম্পূর্ণ Free-তে পাবেন এভাবে
  • জেনে নিন এই পদ্ধতি

Vip Moblile Number: ভিআইপি নম্বরের ট্রেন্ড (Trend) এখনও পর্যন্ত খুব বেশি। ভিআইপি Vip Moblile Number নম্বরের এমন একটি কম্বিনেশন থাকে যাতে লোক খুব সহজেই নম্বরটা মনে রাখতে পারে এবং তা দেখতেও খুব ভালো লাগে। কারও হয়তো ৯ নম্বরটি পছন্দ। তাহলে আপনি শেষের পাঁচটি ডিজিট ৯ নম্বর নিয়ে নিলেন। বা কারও পছন্দ ১০০০০, ২০০০০, ৫০০০০ নম্বর। এই সমস্ত নম্বরের জন্য মারকাটারি চাহিদা(High Demand) রয়েছে। কিন্তু এর জন্য মোটা টাকা খরচ করতে হয়। হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। তবে এই নম্বর কিন্তু সম্পূর্ণ ফ্রিতেও (Totally Free) আপনি পেতে পারেন। এটা কী জানেন? কীভাবে পাবেন, আসুন জেনে নিই...

দু'রকম নম্বর পাওয়া যায় 

আপনার পোস্টপেড (Post Paid) কিংবা  প্রি-পেড (Pre-Paid) দু'রকম ভিআইপি (Vip) নম্বর হয়। আপনি ফ্রিতে (free) নম্বর নিতে পারেন। এর জন্য আপনার খরচ করার কোনও প্রয়োজন নেই। আমরা বলছি যে ভিআইপি নম্বর যেটা বলেছি, সেটি আপনি ফ্রিতে নিতে পারেন। আসুন জানিয়ে দিচ্ছি...

ভোডাফোন আইডিয়ার জন্য কোম্পানি এই সুবিধা দিচ্ছে

ভোডাফোন আইডিয়ার (Vodaphone-Idea) জন্য কোম্পানি free.vip নম্বর সুবিধা দেয়। আপনি খুব সহজেই কিনতে পারবেন এটি। আপনি অনলাইনে (Online) কিনতে পারেন। এর জন্য আপনাকে সবার আগে ভোডাফোন আইডিয়া সাইটে যেতে হবে। ভোডাফোন আইডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) আপনি https://www.myvi.in/ এ গিয়ে নিজের মোবাইলে ব্রাউজারে (Browser) ওপেন করতে পারেন। এরপর আপনাকে সাইটের উপরে নিউ কানেকশন (New Connection) অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি বিভিন্ন রকমের অপশন (Option) দেখতে পাবেন। যেখানে আপনাকে ফ্যান্সি নম্বর (Fancy Number) অপশন সিলেক্ট করতে হবে। এর পরে আপনি অথবা পোস্ট পেইড এর যে কোনও নম্বর, সে বিষয়ে তথ্য পেতে পারেন। এরপর আপনাকে এরিয়া পিন কোড (Area Pin Code) দিতে হবে।

Advertisement

নিজের পছন্দমতো নম্বর সিলেক্ট করুন

আপনার এরিয়াতে (Area) সার্ভিস উপলব্ধ হওয়ার পর আপনাকে ঘরে বসেই ওই নম্বর ডেলিভারি (Number Delivery) করে দেওয়া হবে। এরপর আপনি আপনার অ্যাক্টিভ মোবাইল নম্বর দিতে পারেন। এরপর আপনাকে একাধিক নম্বর দেখানো হবে। এর মধ্যে আপনি নিজের পছন্দমত নম্বর সিলেক্ট করে দিন। আপনি তিন অঙ্কের কোনও নম্বর দিয়েও নম্বর নম্বর সার্চ করতে পারেন। এরপর আপনি মোবাইল প্ল্যান (Mobile Plan) সিলেক্ট করতে হবে এবং সিম ডেলিভারির জন্য এড্রেস (Adress) দিতে হবে। প্ল্যানের পেমেন্ট করার পর আপনার ঘরেই ভিআইপি নম্বর পৌঁছানো হবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement