ঘুরতে কে না ভালোবাসে। সপ্তাহান্তে মাইন্ড ফ্রেশ করতে ট্যুরের কোনও বিকল্প নেই। কিন্তু পকেটে চাপ থাকলে, অথবা হাতে সময় না থাকলে ঘোরার ইচ্ছা থাকলেও তা সম্ভব হয় না। তাই এখানে এমন একটি জায়গার কথা বলা হচ্ছে, যেটি কলকাতা থেকে মাত্র ২ ঘণ্টা দূরে। অর্থাৎ দুপুরে বেরিয়েও রাতের মধ্যে বাড়ি ফেরা সম্ভব।
এখান বলা হচ্ছে বাগনানের বেনাপুর চরের কথা। হাওড়া জেলার বাগনান এলাকায় রূপনারায়ণ নদীর পূর্ব তীরে অবস্থিত এটি একটি প্রাকৃতিক চর। যেটি পুরোপুরি সবুজ ঘাসের আচ্ছাদনে আচ্ছাদিত।
নদীর ধারে সূর্যাস্ত দেখার জন্য এই জায়গাটি আদর্শ বলে মনে করা হয়। এছাড়াও, পিকনিকের জন্য, বিকেলে মাইন্ড ফ্রেশ করার জন্যও আশেপাশের গ্রাম থেকে অনেকে এখানে ঘুরতে আসেন।
কলকাতা থেকে দূরত্বের হিসেব করলে বেনাপুর চরের দূরত্ব ৬০ থেকে ৮০ কিমি। অর্থাৎ গাড়ি করে গেলে ২ ঘণ্টার আগেই পৌঁছে যাওয়া সম্ভব। এছাড়াও, হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে করে বাগনান স্টেশনে নেমেও এই বেনাপুর চরে যাওয়া যায়। বাগনান স্টেশন থেকে ২টি অটো বদল করে বেনাপুর স্টেশনে পৌঁছতে হবে।
বেনাপুর চর-এ কী কী দেখা যায়? রূপনারায়ণ নদীর চরের দৃশ্য অসম্ভব সুন্দর। সবুজ ঘাসে ঢাকা জমি, সামনে রূপনারায়ণ নদীতে সূর্যাস্ত- এককথায় দারুণ। মনে রাখতে হবে এটি এখনও বড় পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি হয়নি। তাই লোকাল স্পট হিসেবে গড়ে উঠছে।
বিশেষ বিষয় হল নদীর চরায় আইসক্রিম, ঘুঘনি, কিছু ভাজাভুজি ছাড়া আর কোনও খাবার পাওয়া যায় না। তাই খাবার নিজেদের সঙ্গে নেওয়া ভালো। এছাড়াও, সন্ধ্যের পর নদীর চরায় থাকা মোটেই নিরাপদ নয়।