Rohini Music Festival: শিলিগুড়ি থেকে মাত্র ২০ কিলোমিটার। পাহাড়ে উঠতেই নীচের দিকে অপূর্ব জায়গা রোহিনী। বলা যায়, এখান থেকেই পাহাড়ি সৌন্দর্যের সূচনা। কার্শিয়াং মহকুমার এই ছোট্ট জনপদ রোহিনী মানেই লেক। বাইরে থেকে যত লোক আসেন এখানে ঘুরতে, শিলিগুড়ি থেকে প্রতিদিন প্রচুর মানুষ সারাদিন কাটানোর জন্য সেখানে যান। সৌন্দর্য উপভোগ করেন আবার চলে আসেন। এবার সেখানেই রোহিনী লেককে ঘিরে এক সুরের আসর বসতে চলেছে। যা নিয়ে উদ্দীপনায় ফুটছেন স্থানীয় লোকেদের পাশাপাশি.পর্যটন সার্কিটও।
এলাকায় পর্যটনকে আলাদা মাত্রা দিতে ও প্রচারই উদ্দেশ্য
কার্শিয়াংয়ের পাহাড়ি উপত্যকায় রোহিনী লেকের পাশে হতে চলেছে পাইন ট্রি মিউজিক ফেস্টিভ্যাল। ২০১৬ সালের আগে কার্শিয়াংয়ের ডাওহিল স্কুলের মাঠে প্রথম শুরু হয় এই অভিনব পার্বত্য সঙ্গীত উৎসবের। এই মিউজিক ফেস্টের মূল উদ্দেশ্য সমতল এবং পাহাড়ের শিল্পীদের নিয়ে একজোটে কাজ করা, আর সেইসঙ্গে পর্যটনকেও উৎসাহিত করে তোলা। একই সঙ্গে মিউজিক ফেস্টিভ্যালের মাধ্যমে পাহাড়ের লোক সংস্কৃতি সকলের সামনে তুলে ধরা।
কবে হবে এই ফেস্টিভ্যাল?
আগামী ১৮ ও ১৯ নভেম্বর রোহিণী লেক গার্ডেনে দুই’দিন ব্যাপী এই মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, নেপাল, নাগাল্যান্ড, বেঙ্গালুরু, কলকাতা থেকে সঙ্গীত শিল্পীরা এখানে পারফর্ম করতে আসবেন।
পাহাড়ি সংস্কৃতি ও খাওয়াদাওয়া
এ ছাড়াও দু’দিনব্যাপী এই মিউজিক ফেস্টিভ্যালে পাহাড়ি সংস্কৃতির ছোঁয়া যেমন থাকবে তেমনই পাহাড়ের খাবার-দাবারের স্টলও থাকবে। কেউ যদি রাত্রে থাকতে চান, তবে সেখানে বাইরের লোকেদের জন্য বিশেষ তাঁবুর বন্দোবস্ত করা হয়েছে।সংস্থার অন্যতম সদস্য অভিষেক রাজ গুপ্তা জানান, এই মিউজিক ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য উত্তর-পূর্বের পাহাড়ি এলাকার সঙ্গীত শিল্পীদের একটা প্ল্যাটফর্ম করে দেওয়া।
কীভাবে মিলবে টিকিট?
পেটিএম ইনসাইডারের মাধ্যমে এই মিউজিক ফেস্টিভ্যালের টিকিট সংগ্রহ করা যাবে।