গরমে ত্বকের বিশেষ যত্ন (Skincare) প্রয়োজন। সেই সঙ্গে আসছে উৎসবের মরসুম (Festive Season)। সাধারণত চর্মরোগ বিশেষজ্ঞরা ঠাণ্ডা জল (Cold Water) দিয়ে মুখ ধোয়ার পরামর্শ দেন। দিনে দুই থেকে তিনবার ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুলে সতেজতা বজায় থাকে এবং ত্বকের আর্দ্রতাও নষ্ট হয় না। মুখে জলের ঝাপটা দিল অনেকটাই স্বস্তি মেলে। তবে আপনি কি জানেন যে, ডাব (Dab) বা নারকেলের জল (Narkeler Jol) দিয়ে মুখ ধোয়া সাধারণ ঠাণ্ডা জলের চেয়ে অনেক বেশি উপকারি।