সামনেই পুজো (Durga Puja 2022) । আর উৎসবের দিনগুলোতে নিজেকে সুন্দর করে সকলের সামনে তুলে ধরার ইচ্ছা প্রায় সকলেরই থাকে। তারজন্য পোশাকে যেমন গুরুত্ব দেওয়া হয়, তেমনই গুরুত্ব দেওয়া হয় মুখ এবং চেহারার সৌন্দর্যের ওপরেও। কিন্তু লোমকূপে ময়লা এবং তেল জমলে মুখে ব্ল্যাকহেডস তৈরি হতে শুরু তবে বিশেষজ্ঞরা বলছেন বিউটি প্রোডাক্টের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে (Skin Treatment In Home) এগুলি সারানো ভাল। চলুন জেনে নেওয়া যাক ব্ল্যাকহেডস দূর কিছু সহজ ঘরোয়া উপায়।