হার্ট অ্যাটাক (Heart attack) আধুনিক জীবনের একটি বড় এবং গুরুতর সমস্যা। গোটা বিশ্বের সঙ্গে ভারতেও প্রতি বছর প্রচুর মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। হৃৎপিণ্ডে রক্ত চলাচল ব্যাহত হলেই হৃদরোগে আক্রান্ত হতে হয়। আমরা দেখি আপাত সুস্থ মানুষ আচমকা বুকে ব্যথা অনুভব করেন। কেউ সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন, কেউ আবার সারাজীবনের জন্য দুর্বল হয়ে পড়েন। অপারেশন করে কখনও জীবনকাল বাড়িয়ে নেওয়া হয়। তবে একবার আক্রান্ত হয়ে গেলে ফের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। কিন্তু হার্ট অ্যাটাক কিন্তু আচমকা হয় না। লক্ষণ কিন্তু অনেক আগে থেকেই জানা যায়। রোগটির সম্পর্কে ধারণা না থাকায় আমরা বুঝতে পারি না।