থাইল্যান্ড। যে কোনও ভারতীয়ের কাছে যাকে বলে একটা ড্রিম ডেস্টিনেশন। ভালো হোটেল, মনোরম প্রাকৃতিক পরিবেশ। এছাড়া নজরকাড়া দর্শনীয় স্থান তো রয়েইছে। এবার সেই থাইল্যান্ড যেতে আর ভিসা লাগবে না ভারতীয়দের । ২০২৩-এর নম্ভেম্বর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। অবশ্য শুধু ভারতই নয়, তাইওয়ানের নাগরিকদের জন্যই এই ছাড় ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার। এক মাস অর্থাৎ তিরিশ দিন বিনা ভিসায় ভারতীয়রা থাইল্যান্ডে থাকতে পারবেন। অবশ্যই যাঁরা পর্যটনের জন্য থাইল্যান্ডে যাবেন তাঁরাই এই সুবিধা পাবেন।