Advertisement

West Bengal Panchayat Election 2023: বিরাম নেই পঞ্চায়েত-অশান্তিতে, কোচবিহারে ফের ‘আক্রান্ত’ নিশীথ প্রামাণিক, অস্বীকার তৃণমূলের

পুলিশের সামনেই বিজেপি কর্মীদের উপর তৃণমূল হামলা চালায় বলেও অভিযোগ। তৃণমূলের পাল্টা অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে হামলা করেছে বিজেপিই। 

নিশীথ প্রামাণিক- ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Jun 2023,
  • अपडेटेड 3:08 PM IST
  • কোচবিহারে কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার অভিযোগ।
  • অভিযোগ অস্বীকার তৃণমূলের।

পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্বে দফায় দফায় অশান্তি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। মনোনয়ন দাখিলের সময় শেষ হওয়ার পরও বিরাম নেই। কোচবিহারের সাহেবগঞ্জে বিডিও অফিসের সামনে চলল বোমাবাজি। আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীশিথ প্রামাণিকও। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে তির ছোড়ে তৃণমূল কর্মীরা। পুলিশের সামনেই বিজেপি কর্মীদের উপর তৃণমূল হামলা চালায় বলেও অভিযোগ। তৃণমূলের পাল্টা অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে হামলা করেছে বিজেপিই। 

জানা গিয়েছে, শনিবার সকাল থেকে সাহেবগঞ্জের বিডিও অফিসের সামনে উত্তেজনার পরিবেশ ছিল। তৃণমূল সমর্থকরা জমায়েত করছিল বলে অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের প্রার্থীরা অভিযোগ করেন, তাঁদের বিডিও অফিসে ঢুকতে দেওয়া হয়নি। দুদলের বাকবিতণ্ডা থেকে শুরু হয় হাতাহাতি। বাড়তি পুলিশ, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় এলাকায়। হামলার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে তৃণমূল ছোড়া হয়। বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। বিজেপির অভিযোগ, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে।  তৃণমূলের দাবি, স্ক্রুটিনি পর্বে পরিকল্পিতভাবে ঝামেলা বাধাচ্ছে গেরুয়া শিবির।   

নিশীথ প্রামাণিকের অভিযোগ, তাঁর কনভয় লক্ষ্য করে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কনভয়ের কাছে বোমাবাজিও হয়েছে। নিশীথ বলেন,'বাংলায়  ভীতিজনক পরিস্থিতি। আমার কনভয়ে তির ছোড়া হয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়।'এ দিনই রাজভবনে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে নিশীথের উপর হামলার কথা তুলে নালিশ করেন। সুকান্ত মজুমদার বলেন,'বিডিও অফিসের বাইরে শতাধিক লোক নিয়ে দাঁড়িয়ে উদয়ন গুহ। সেখানে পুলিশ নেই।'

নিশীথের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর কথায়,'কেন্দ্রীয় মন্ত্রীর সব অভিযোগ মিথ্যা।' নিশীথকে কাঠগড়ায় তুলেছেন উদয়ন গুহ। তাঁর দাবি,বিরোধীদের মনোনয়নপত্র ছিঁড়ে দেবেন, তিনি এমন বোকা নন। যে তির ছুড়ছে, সে কি জানে না যে, কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি বুলেটপ্রুফ? সেখানে তির ছুড়ে কিচ্ছু হবে না।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement