রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ সকাল ৭ টা থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন। একাধিক বুথ থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর উঠে এলেও, বেশ কিছু জায়গায় চলছে শান্তিপূর্ণ নির্বাচন। এদিন সকালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের দৌলতপুর স্কুলে নিজের ভোট দিলেন। ভোট দেওয়ার পর তিনি জানান, 'এখানে শান্তিপূর্ণভাবেই নির্বাচন চলছে'।