Advertisement

Budhaditya Rajyog 2025 Rashifal: বুধাদিত্য রাজযোগে আজ থেকে ৫ রাশির গোল্ডেন টাইম শুরু

Budhaditya Rajyog 2025 Rashifal: হিন্দুধর্মে রবিবার হলো সূর্যদেবতার প্রিয় দিন। জ্যোতিষ গণনা অনুসারে আগামিকাল কোনও কোনও রাশির জাতকরা জীবনে প্রচুর সুখ সাফল্য লাভ করবেন। দেখে নিন কালকের ভাগ্যবান রাশির তালিকায় কারা আছেন।

বুধাদিত্য রাজযোগে ৪ রাশির উপর সদয় মা-লক্ষ্মী, টাকার পাহাড়ে চড়বেবুধাদিত্য রাজযোগে ৪ রাশির উপর সদয় মা-লক্ষ্মী, টাকার পাহাড়ে চড়বে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Dec 2025,
  • अपडेटेड 6:09 PM IST

Budhaditya Rajyog 2025 Rashifal: ১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার চাঁদ কন্যা রাশিতে গোচর করবে। জ্যোতিষ গণনা অনুসারে কাল থাকবে সৌভাগ্য যোগ ও শোভন যোগের প্রভাব। পাশাপাশি কাল থাকবে হস্তা নক্ষত্র ও চিত্রা নক্ষত্রের প্রভাব। এই সব যোগের প্রভাবে কালকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। হিন্দুধর্মে রবিবার হলো সূর্যদেবতার প্রিয় দিন। জ্যোতিষ গণনা অনুসারে আগামিকাল কোনও কোনও রাশির জাতকরা জীবনে প্রচুর সুখ সাফল্য লাভ করবেন। দেখে নিন কালকের ভাগ্যবান রাশির তালিকায় কারা আছেন।

মেষ রাশি
১৪ ডিসেম্বর মেষ রাশির জাতকদের জন্য দিনটি লাভজনক ও কার্যকরী হতে পারে। এ দিন নেওয়া সিদ্ধান্তে ইতিবাচক ফল মিলবে। কাজের ক্ষেত্রে এনার্জি ও উৎসাহ থাকবে চোখে পড়ার মতো। ব্যবসায় নতুন পরিকল্পনা আর্থিক ভাবে লাভ এনে দিতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও গুরুত্বপূর্ণ কাজ এ দিন সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি
সূর্যদেবের কৃপায় ১৪ ডিসেম্বর কর্কট রাশির জাতকদের জন্য অতিরিক্ত অর্থলাভের যোগ রয়েছে। দিনের শুরুতেই আত্মীয়ের কাছ থেকে সুখবর পেতে পারেন। নিজের ও পরিবারের প্রয়োজন মেটাতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলবে এবং লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে এগোতে পারবেন। পরিবারের সদস্যদের সহযোগিতাও পাবেন।

কন্যা রাশি
বুধাদিত্য যোগের শুভ প্রভাবে ১৪ ডিসেম্বর কন্যা রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যার প্রভাব পড়বে ব্যাঙ্ক ব্যালান্সে। অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। পুরনো বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে নিজের কাজের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা আদায় করবেন।

বৃশ্চিক রাশি
বুধাদিত্য যোগের প্রভাবে ১৪ ডিসেম্বর বৃশ্চিক রাশির জাতকদের দিনটি বেশ ভালো কাটবে। সম্পত্তি সংক্রান্ত বড় কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন। শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে। চাকরি পরিবর্তনের নতুন সুযোগও সামনে আসতে পারে।

কুম্ভ রাশি
হস্ত নক্ষত্রের প্রভাবে ১৪ ডিসেম্বর কুম্ভ রাশির জাতকদের জন্য সৌভাগ্যের দিন। কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। চারপাশে থাকবে ইতিবাচক ও আনন্দের পরিবেশ। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হতে পারে। প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে পারবেন দক্ষতার সঙ্গে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement