Advertisement

Guru Shani Gochar: ১৭ দিনের মধ্যে দুই গ্রহের অবস্থানে বিরাট বদল, বছর শেষে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে

জ্যোতিষ অনুসারে, নভেম্বর ২০২৫-এ প্রথমে বৃহস্পতি বক্রী হতে চলেছে আর তার কিছুদিন পরই শনি মার্গী হবে। শনি এখন মীন রাশিতে মার্গী অবস্থায় আছে। খুব কম সময়ের ব্যবধানে বৃহস্পতি ও শনির চাল বদলের বড় প্রভাব দেখা দেবে।

গুরু-শনির অবস্থান বদলগুরু-শনির অবস্থান বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2025,
  • अपडेटेड 1:00 PM IST
  • জ্যোতিষ অনুসারে, নভেম্বর ২০২৫-এ প্রথমে বৃহস্পতি বক্রী হতে চলেছে আর তার কিছুদিন পরই শনি মার্গী হবে।

জ্যোতিষ অনুসারে, নভেম্বর ২০২৫-এ প্রথমে বৃহস্পতি বক্রী হতে চলেছে আর তার কিছুদিন পরই শনি মার্গী হবে। শনি এখন মীন রাশিতে মার্গী অবস্থায় আছে। খুব কম সময়ের ব্যবধানে বৃহস্পতি ও শনির চাল বদলের বড় প্রভাব দেখা দেবে। কর্ম অনুযায়ী ফল প্রদান করা শনি ন্যায়ের দেবতা এবং গুরুকে জ্ঞান, সৌভাগ্য ও যশের দাতা হিসাবে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে শনি সবচেয়ে ক্রুর গ্রহ আর গুরুকে শুভ গ্রহ হিসাবে মানা হয়। এরকম অবস্থায় এই দুই গ্রহের চালের বদল মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। 

১১ নভেম্বর ২০২৫-এ গুরু বক্রী হবে এবং ২৮ নভেম্বর ২০২৫-এ শনি মার্গী। এই সংযোগ কয়েক দশক পর তৈরি হতে চলেছে। এই গোচর কয়েকটি রাশির ওপর শুভ ফল দেবে। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য গুরু ও শনির এই চালের বদল ভাল সময় নিয়ে আসবে। ব্যক্তিগত ও পেশাগত জীবন দুই ক্ষেত্রেই লাভ হবে। কেরিয়ারে উন্নতির সুযোগ আসবে। অর্থলাভ হবে ও পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। আপনার পদ-প্রতিষ্ঠা বাড়বে। 

মকর রাশি
গুরু ও শনির চালের অবস্থান বদল মকর রাশির জাতকদের জন্য শুভ ফল নিয়ে আসবে। বিনিয়োগ থেকে লাভ হবে। আয় বাড়বে। টাকা সঞ্চয় করতে সফল হবেন। আটকে থাকা অর্থ ফেরৎ পাবেন। আটকে থাকা কাজও শুরু হবে। পরিবারের সহযোগিতা পাবেন। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির অধিপতি শনিদেব আর এই রাশির ওপর সাড়েসাতির শেষ চরণ চলছে তাই শনি-গুরুর চাল বদল অনুকূল হবে। আর্থিক দিক মজবুত হবে। আপনি ভাল পরিকল্পনা করবেন এবং তা সফল হবে। পরিশ্রমের ফল পাবেন। নতুন দায়িত্ব পেতে পারেন। ধন,প্রতিষ্ঠা বাড়বে। 

Read more!
Advertisement
Advertisement