Advertisement

2026 Most Lucky Rashi: ২০২৬-এ ছড়ি ঘোরাবে শুধু ৫ রাশি, বাকিরা শুধু দেখবে

2026 Most Lucky Rashi: বছরের শুরুতেই রয়েছে বুধাদিত্য রাজযোগ, আদিত্য মঙ্গল রাজযোগ, শুক্রাদিত্য রাজযোগ ও লক্ষ্মী-নারায়ণ রাজযোগ। পাশাপাশি ২০২৬ সালে হবে দু’টি সূর্যগ্রহণ ও দু’টি চন্দ্রগ্রহণ। এই সব গ্রহগত প্রভাব মিলিয়ে বিভিন্ন রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে, দেখে নেওয়া যাক।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Jan 2026,
  • अपडेटेड 6:20 PM IST

2026 Most Lucky Rashi: নতুন বছর ২০২৬ শুরু হচ্ছে একাধিক শক্তিশালী রাজযোগ দিয়ে। বৈদিক জ্যোতিষ গণনা অনুযায়ী, গোটা বছর শনি মীন রাশিতেই অবস্থান করবে। তবে বৃহস্পতি বছরের মধ্যে দু’বার রাশি পরিবর্তন করবে, যা বহু রাশির জীবনে বড় প্রভাব ফেলবে। বছরের শুরুতেই রয়েছে বুধাদিত্য রাজযোগ, আদিত্য মঙ্গল রাজযোগ, শুক্রাদিত্য রাজযোগ ও লক্ষ্মী-নারায়ণ রাজযোগ। পাশাপাশি ২০২৬ সালে হবে দু’টি সূর্যগ্রহণ ও দু’টি চন্দ্রগ্রহণ। এই সব গ্রহগত প্রভাব মিলিয়ে বিভিন্ন রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে, দেখে নেওয়া যাক।

মেষ রাশি
২০২৬ সাল মেষ রাশির জাতকদের জন্য মোটের উপর শুভ। শনির সাড়েসাতি নিয়ে অহেতুক ভয় পাওয়ার প্রয়োজন নেই। ছাত্রছাত্রীদের জন্য বছরটি অত্যন্ত অনুকূল। উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার সুযোগ মিলতে পারে। বোর্ড পরীক্ষার্থীরা আশানুরূপ ফল পাবেন। চাকরিজীবীদের জন্মস্থান থেকে দূরে কাজ করলে লাভ হবে। এপ্রিলের পর বিদেশ যাত্রার প্রবল যোগ। আচমকা অর্থলাভ হতে পারে। তবে খরচ বাড়বে, তাই ব্যয়ের বিষয়ে সতর্ক থাকা জরুরি। প্রবীণদের বাত ও হাড়ের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে।

বৃষ রাশি
২০২৬ সাল বৃষ রাশির জাতকদের জন্য সৌভাগ্যপূর্ণ। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সুযোগ পাবেন। আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে এবং একাধিক উৎস থেকে অর্থ আসতে পারে। জুলাই মাসের পর নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার সম্ভাবনা। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হতে পারে। ব্যবসায়ীরা ধীরে কিন্তু স্থায়ী লাভ পাবেন, বিশেষ করে মাছ, মাংস, তেল ও জল সংক্রান্ত ব্যবসায়। তবে ঋণ নেওয়া এ বছর এড়িয়ে চলাই ভালো। দাঁতের সমস্যা ও চর্মরোগে কষ্ট হতে পারে।

আরও পড়ুন

মিথুন রাশি
২০২৬ সাল মিথুন রাশির জন্য মিশ্র ফলদায়ক। বছরের প্রথম ভাগে স্বাস্থ্যজনিত সমস্যা ও চিকিৎসার খরচ বাড়তে পারে। তবে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে। মে মাসের পর বিবাহ যোগ রয়েছে। শিক্ষকতা, সাংবাদিকতা, প্রকাশনা ও মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময় শুভ। আন্তঃরাজ্য ও বিদেশি বাণিজ্যে ব্যবসায়ীরা লাভবান হবেন। বাকসংযম বজায় রাখা জরুরি।

Advertisement

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য ২০২৬ সাল সাফল্যে ভরা। মার্চ মাসের পর থেকে কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি হবে। নতুন দায়িত্ব ও উচ্চপদ লাভের যোগ রয়েছে। লেখক, কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের জনপ্রিয়তা বাড়বে। নিজের সিদ্ধান্তে চাকরি বদল বা ত্যাগ করার সুযোগ আসতে পারে। অর্থভাব ও কর্মভাব অত্যন্ত শুভ। তবে বাবার স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে।

মকর রাশি
মকর রাশির জাতকদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ ও অর্থ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য সময় শুভ। বিদেশ যাত্রার যোগ থাকলেও সতর্কতা প্রয়োজন। খরচ বাড়বে, তাই অর্থ নিয়ন্ত্রণ জরুরি। অগাস্টের পর কর্মক্ষেত্রের পরিস্থিতি উন্নত হবে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিসংখ্যান ও ইন্টেরিয়র ডিজাইনের সঙ্গে যুক্তদের জন্য সময় অনুকূল। আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন।

 

Read more!
Advertisement
Advertisement