Advertisement

3 Rajyog In Once: ৩০ বছর পর দুর্লভ যোগ, ৩ রাশির দুর্বার সাফল্য

Top 5 Most Luckiest Zodiac Sign, 26 November 2023: নভেম্বরের ১৬ তারিখ মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে, যার কারণে তৈরি হয়েছে রুচক রাজযোগ। শনি কুম্ভ রাশিতে উপস্থিত রয়েছে, যার কারণে তৈরি হয়েছে শশ রাজযোগ। ৩০ বছর পর এই যোগ গঠিত হয়েছে। ধনু রাশিতে প্রবেশ করেছে বুধ, যার কারণে তৈরি হয়েছে মহাধন নামক রাজযোগ। তিন যোগের শুভ প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকাদের উপর। আর্থিক দিকে তারা যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। দেখুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

৩০ বছর পর একসঙ্গে দুর্লভ তিন রাজযোগ, ৩ রাশির সব কাজে সাফল্য৩০ বছর পর একসঙ্গে দুর্লভ তিন রাজযোগ, ৩ রাশির সব কাজে সাফল্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Dec 2023,
  • अपडेटेड 9:12 PM IST

Lucky Zodiac Sign: জোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানান যোগও তৈরি করে। নভেম্বর ১৬ তারিখ মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে, যার কারণে তৈরি হয়েছে রুচক রাজযোগ। শনি কুম্ভ রাশিতে উপস্থিত রয়েছে, যার কারণে তৈরি হয়েছে শশ রাজযোগ। ৩০ বছর পর এই যোগ গঠিত হয়েছে। ধনু রাশিতে প্রবেশ করেছে বুধ, যার কারণে তৈরি হয়েছে মহাধন নামক রাজযোগ। তিন যোগের শুভ প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকাদের উপর। আর্থিক দিকে তারা যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। দেখুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মেষ রাশি (Aries)

যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতক জাতিকাদের উপর। এসময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আপনি আর্থিক দিকে খুব লাভ হবে, নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনের সফলতা নিশ্চিত।যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল যেকোনও কাজের ক্ষেত্রে আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন। শুধু তাই নয়, এসময় সমাজে আপনার মর্যাদা, সম্মান ক্রমশ বাড়তে থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। আর্থিক লাভ হবে আপনার। 

আরও পড়ুন

বৃশ্চিক রাশি (Scorpio)

বৃশ্চিক রাশি ব্যাক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে। রাজনীতিতে যারা যুক্ত তাদের জীবনে সফলতা আসবে। কাজের ক্ষেত্রে কোনও বড় দায়িত্ব পেতে পারেন। শেয়ার বাজার, রিয়েল এস্টেট আর্থিক ক্ষেত্রে খুব লাভ হবে আপনার। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনারা। তবে এসময় মাথা ঠাণ্ডা রেখে চলবেন, আত্মবিশ্বাস আপনার বাড়বে। মানসিক চাপ অনেকটাই কমবে।

কুম্ভ রাশি (Aquarius)

কুম্ভ রাশির ব্যক্তিদের উপর যোগের শুভ প্রভাব পড়বে। এসময় সকল কাজে উন্নতি লাভ করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। মানসিক চাপ অনেকটাই কমবে। নতুন সম্পত্তি, যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে আপনার। যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ে হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে, তবে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করবেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement