Advertisement

Guru Favorite Zodiac: এই ৪ রাশিতে বিরাজ করেন বৃহস্পতি, বিনা কষ্টেই আকাশছোঁয়া সাফল্য এঁদের

Guru Favorite Zodiac: বৈদিক জ্যোতিষে গুরু বৃহস্পতিকে খুবই গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। বৃহস্পতিকে জ্ঞান, অর্থ, ধর্ম ও ভাগ্যের কারক বলে মানা হয়ে থাকে। জীবনে সফলতা, সুখ ও সমৃদ্ধি পাওয়ার জন্য গুরুকে মজবুত হতে হবে।

দেবগুরুর প্রিয় রাশি কারা?দেবগুরুর প্রিয় রাশি কারা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2025,
  • अपडेटेड 3:40 PM IST
  • বৈদিক জ্যোতিষে গুরু বৃহস্পতিকে খুবই গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে।

বৈদিক জ্যোতিষে গুরু বৃহস্পতিকে খুবই গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। বৃহস্পতিকে জ্ঞান, অর্থ, ধর্ম ও ভাগ্যের কারক বলে মানা হয়ে থাকে। জীবনে সফলতা, সুখ ও সমৃদ্ধি পাওয়ার জন্য গুরুকে মজবুত হতে হবে। যাঁদের কোষ্ঠাতে গুরুর অবস্থান ভাল হয়ে থাকে, তাঁদের জীবনে উন্নতি হওয়া কেউ আটকাতে পারে না। বিশেষ করে কিছু রাশি এমন রয়েছে, যাঁদের ওপর বৃহস্পতির বিশেষ কৃপা রয়েছে। আসুন জেনে নিন তাঁরা কারা। 

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। বৃহস্পতির সঙ্গে সূর্যের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে সিংহ রাশির জাতকদের ওপরও বৃহস্পতির বিশেষ আশীর্বাদ থাকে। এই রাশির জাতকরা সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। আত্মবিশ্বাসে ভরপুর থাকে এই রাশির জাতকরা। এমনকি নিজের লক্ষ্য লাভের জন্য প্রচুর পরিশ্রম করে থাকেন এঁরা। সিংহ জাতকরা নিজের জীবনে সমস্ত ধরনের সুখ লাভ করতে পারেন। পাশাপাশি নানান অভিজ্ঞতাও অর্জন করে থাকেন।

ধনু রাশি
ধনু রাশির জাতকরা উৎসাহে ভরপুর থাকেন। বৃহস্পতির আশীর্বাদে এঁরা নতুন কিছু শিখতে প্রস্তুত থাকেন। এঁদের আত্মবিশ্বাস খুব বেশি। দেবগুরুর কৃপায় এঁদের অসফল হতে চলা কাজও সফল হয়। এই রাশির জাতকরা পরিশ্রমী স্বভাবের হয়ে থাকেন। সমস্ত কঠিন পরিস্থিতিতে দেবগুরু তাঁদের রক্ষা করেন।

কর্কট রাশি
দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আনন্দে জীবনযাপন করেন কর্কট রাশির জাতকরা। বৃহস্পতি যখনই কর্কট রাশিতে গোচর করে, তখনই এই রাশির জাতকদের ধনলাভ হয়। দেবগুরুর আশীর্বাদে সর্বদা সৌভাগ্যময় জীবনযাপন করেন এই রাশির জাতকরা। শিক্ষা, সমাজসেবা ও কেরিয়ারে প্রচুর উন্নতি করতে পারেন এই জাতকরা।

মীন রাশি
বৃহস্পতির প্রিয় রাশির মধ্যে অন্যতম হল মীন। সর্বদা মীন রাশির জাতকদের রক্ষা করেন দেবগুরু। এই রাশির জাতকরা দয়ালু ও সহানুভূতিশীল হয়ে থাকেন। বৃহস্পতির আশীর্বাদে এই জাতকদের জীবন সুখে কাটে। শিল্প, সঙ্গীত ও সাহিত্যে গভীর রুচি থাকে এই জাতকদের। এই রাশির জাতকরা সহনশীল স্বভাবের হয়ে থাকেন। ধৈর্যপূর্ণ স্বভাবের কারণে দেবগুরু এই জাতকদের বিশেষ পছন্দ করেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement