Advertisement

Maa Lakshmi Lucky Zodiacs: মা লক্ষ্মীর আশীর্বাদ পায় ৪ রাশি, সুখ-টাকায় কাটে আজীবন

জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪ রাশি মা লক্ষ্মীর খুব প্রিয়। ধনদেবীর আশীর্বাদে কপাল খোলে এই রাশির জাতকদের। আজীবন সুখ-অর্থলাভ হয়। জেনে নিন বিশদে...

লক্ষ্মীর কৃপায় ভাগ্য বদল ৪ রাশির।লক্ষ্মীর কৃপায় ভাগ্য বদল ৪ রাশির।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jul 2025,
  • अपडेटेड 2:03 PM IST
  • জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪ রাশি মা লক্ষ্মীর খুব প্রিয়।
  • ধনদেবীর আশীর্বাদে কপাল খোলে এই রাশির জাতকদের।
  • আজীবন সুখ-অর্থলাভ হয়।

জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪ রাশি মা লক্ষ্মীর খুব প্রিয়। ধনদেবীর আশীর্বাদে কপাল খোলে এই রাশির জাতকদের। আজীবন সুখ-অর্থলাভ হয়। জেনে নিন বিশদে...

বৃষ রাশি (Taurus): 

মা লক্ষ্মীর অন্যতম প্রিয় রাশি হল বৃষ। এই রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি সবসময় ভাল হবে। কর্মক্ষেত্রে এঁরা সাফল্য লাভ করেন। দাম্পত্য সুখ বাড়ে। 


বৃশ্চিক রাশি (Scorpio): 

ভাগ্য বদলাবে বৃশ্চিক রাশির জাতকদের। কেরিয়ারে এই রাশির জাতকদের উন্নতি হয়। সব সমস্যার সমাধান হয়। বিলাসিতায় কাটে জীবন। 

সিংহ রাশি (Leo): 

লক্ষ্মীর অন্যতম প্রিয় রাশি হল সিংহ। সব ক্ষেত্রে এই রাশির জাতকরা সাফল্য পান। আর্থিক পরিস্থিতি সবসময় ভাল থাকে।

তুলা রাশি (Libra): 

মা লক্ষ্মীর আশীর্বাদ পান তুলা রাশির জাতকরা। অর্থলাভ হয় এঁদের। জীবন সুখের হয়। সব বাধা কেটে যায়। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ১৩ জুলাই বক্রী হতে চলেছে শনি। যার প্রভাবে কপাল খুলবে বৃষ, কর্কট ও মীন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, বুধ ও সূর্যের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। যার ফলে কপাল খুলবে ধনু, তুলা ও সিংহ রাশির জাতকদের। 
 

Read more!
Advertisement
Advertisement