Advertisement

Budh Favorite Zodiac: বুধ প্রিয় ২ রাশি বুদ্ধি দিয়ে সফলতা পান, এঁদের সঙ্গে তর্কে কেউ পারে না

Budh Favorite Zodiac: জ্যোতিষে বুধকে বুদ্ধি, তর্ক, সংবাদ, অঙ্ক, চতুরতা ও বন্ধুর কারক গ্রহ বলে মনে করা হয়। বুধ গ্রহ মিথুন ও কন্যা রাশির অধিপতি বলে মনে করা হয়। কন্যা রাশি উচ্চে থাকে বুধ এবং মীন রাশির নীচ গ্রহ বুধ। ২৭ নক্ষত্রের মধ্যে বুধকে অশ্লেষা, জৈষ্ঠ্য ও রেবতী নক্ষত্রের স্বামী বলে মনে করা হয়।

বুধের প্রিয় রাশিবুধের প্রিয় রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Oct 2025,
  • अपडेटेड 7:40 PM IST
  • জ্যোতিষে বুধকে বুদ্ধি, তর্ক, সংবাদ, অঙ্ক, চতুরতা ও বন্ধুর কারক গ্রহ বলে মনে করা হয়।

জ্যোতিষে বুধকে বুদ্ধি, তর্ক, সংবাদ, অঙ্ক, চতুরতা ও বন্ধুর কারক গ্রহ বলে মনে করা হয়। বুধ গ্রহ মিথুন ও কন্যা রাশির অধিপতি বলে মনে করা হয়। কন্যা রাশি উচ্চে থাকে বুধ এবং মীন রাশির নীচ গ্রহ বুধ। ২৭ নক্ষত্রের মধ্যে বুধকে অশ্লেষা, জৈষ্ঠ্য ও রেবতী নক্ষত্রের স্বামী বলে মনে করা হয়। সূর্য ও শুক্র বুধের মিত্র হলেও চন্দ্রমা ও মঙ্গল শত্রু গ্রহ। বুধবারের দিন সমর্পণ করা হয়েছে বুধকে। তবে জ্যোতিষ মতে বুধ গ্রহের প্রিয় কিছু রাশি রয়েছে, যাদের ওপর এই গ্রহের কৃপা সর্বদা থাকে। আসুন সেই সৌভাগ্যময় রাশি কারা জেনে নিন। 

মিথুন রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন রাশির জাতকদের ওপর বুধ দেবের কৃপা থাকে। এদের মাথা তীক্ষ্ণ হয়। এরা ধনী হয়। এদের বন্ধুদের সংখ্যা প্রচুর হয়। এই জাতকেরা কারোর মন সহজেই জয় করে নেন। এরা সব কাজেই দারুণ দক্ষ। খুব সুন্দরভাবে সম্পর্ক ধরে রাখেন এই রাশির জাতকেরা। পড়াশোনাতেও খুব ভাল হয় এই রাশির জাতকেরা। নতুন কিছু শেখার জন্য মুখিয়ে থাকেন। এরা জীবনে সফলতা পেয়ে থাকেন। 

কন্যা রাশি
জ্যোতিষ মতে কন্যা রাশির জাতকদের ওপর বুধ দেবের বিশেষ কৃপা রয়েছে। এদের মাথা খুব তীক্ষ্ণ হয়। এরা যে কোনও কাজ করার আগে ভাল করে ভেবে নেন। এই রাশির জাতকেরা পরিশ্রমী হয়ে থাকেন। এরা যে কোনও কাজকে খুব উদ্যোগী হয়ে করতে ভালবাসেন। অন্যেরা কী করল কী বলল তাতে এই রাশির জাতকেরা অত ভাবেন না। এদের মন পরিষ্কার হয়। বন্ধুদের বিষয়ে এই রাশির লোকেরা সৌভাগ্যশালী হয়। শিক্ষাক্ষেত্রে খ্যাতি পেয়ে থাকেন। এদের আর্থিক পক্ষ খুবই মজবুত হয়।  

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Advertisement
Read more!
Advertisement
Advertisement