Advertisement

Lucky Zodiac 2025: মঙ্গল ও বুধের কেরামতি, বছরভর ৩ রাশি দু'হাতে টাকা কামাবেন

Lucky Zodiac 2025: বৈদিক জ্যোতিষ অনুসারে, গ্রহেরা সময় সময় নিজের চাল পরিবর্তন করে মার্গী ও উদয় হয়, যার প্রভাব মানব জীবনের ওপর পড়তে দেখা যায়। গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহ ২৪ ফেব্রুয়ারি মার্গী হয়ে গিয়েছে। উপরন্তু গ্রহের রাজকুমার বুধ গ্রহ ২ এপ্রিল উদিত হবে।

মঙ্গল-বুধের অবস্থান বদলমঙ্গল-বুধের অবস্থান বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Feb 2025,
  • अपडेटेड 3:27 PM IST
  • গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহ ২৪ ফেব্রুয়ারি মার্গী হয়ে গিয়েছে।

বৈদিক জ্যোতিষ অনুসারে, গ্রহেরা সময় সময় নিজের চাল পরিবর্তন করে মার্গী ও উদয় হয়, যার প্রভাব মানব জীবনের ওপর পড়তে দেখা যায়। গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহ ২৪ ফেব্রুয়ারি মার্গী হয়ে গিয়েছে। উপরন্তু গ্রহের রাজকুমার বুধ গ্রহ ২ এপ্রিল উদিত হবে। যার ফলে কিছু রাশির ভাল দিন শুরু হয়ে যাবে। এই রাশিদের কেরিয়ার আর ব্যবসা দারুণ চলবে। আসুন জেনে নিই সেই রাশি কারা। 

বৃষ রাশি
আপনাদের জন্য বুধ গ্রহের উদিত ও মঙ্গল গ্রহের মার্গী লাভদায়ক হবে। কারণ মঙ্গল গ্রহ আপনার রাশির অর্থঘরে মার্গী হবে। এর সঙ্গে বুধ গ্রহ আপনার আয়ের ঘরে ও লাভের ঘরে মার্গী হতে চলেছে। এইজন্য এই সময় যে জাতক চাকুরিজীবি তাদের কিছু নতুন প্রজেক্টের থেকে সফলতা পাওয়া যাবে। জীবনে সুখ আসবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। আপনার আটকে থাকা কাজ দ্রুত এগোবে। আপনার আর্থিক চিন্তা কম হবে। আকস্মিক অর্থলাভ হবে। এর সঙ্গে বিনিয়োগে লাভের যোগ রয়েছে। 

মিথুন রাশি
বুধ ও মঙ্গলের মার্গী মিথুন রাশির জাতকদের জন্য লাভদায়ক হতে পারে। কারণ বুধ গ্রহ আপনার রাশির কর্মঘরে উদিত হবে। এর সঙ্গে মঙ্গল গ্রহ আপনার রাশির লগ্নভাবে মার্গী হচ্ছে। এইজন্য এই সময় আপনার সাহস ও বীরত্বে বৃদ্ধি দেখা দেবে। এর সঙ্গে জীবনে সুখ-শান্তি আসবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। আপনার আটকে থাকা কাজ আবার শুরু হবে। আপনার আর্থিক সঙ্কট কম হবে। বেকাররা চাকরি পাবে। এর সঙ্গে চাকুরীজীবিদের পদোন্নতি হবে। ব্যবসায়িদের অর্থলাভ হবে। 

ধনু রাশি
আপনাদের জন্য বুধ গ্রহের উদিত ও মঙ্গল গ্রহের মার্গী হওয়া লাভদায়ক প্রমাণিত হবে। কারণ বুধ গ্রহ আপনার রাশির চতুর্থ ঘরে উদিত হতে চলেছে। এর সঙ্গে মঙ্গল গ্রহ আপনার গোচর কুণ্ডলির সপ্তম ঘরে মার্গী হবে। এইজন্য এই সময় আপনি জাগতিক সুখ পাবেন। এর সঙ্গে প্রেমের জীবন মজবুত হবে। আপনার নতুন সম্পর্ক তৈরি হবে। স্বাস্থ্য সমস্যা মিটে যাবে যার ফলে মন শান্ত ও প্রসন্ন থাকবে। এই সময় কোনও গাড়ি বা সম্পত্তি কিনতে পারবেন। মা ও শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।   

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Read more!
Advertisement
Advertisement