Advertisement

Chandra Gochar 2025: রাহুর নক্ষত্রে এন্ট্রি নিয়েছে চন্দ্র, সোনায় মোড়ানো ভাগ্য ৫ রাশির

Chandra Gochar 2025: আড়াই দিনের জন্য রাশি পরিবর্তন করা চন্দ্রমা একদিনের জন্য নিজের নক্ষত্র বদল করতে চলেছে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, রাহুর নক্ষত্রে এন্ট্রি নিয়েছেন চন্দ্রমা। ১৩ এপ্রিল বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদে রাত ৯টা বেজে ১০ মিনিটে চন্দ্রমা রাহুর স্বাতি নক্ষত্রে গোচর করেছে।

চাঁদের গোচরচাঁদের গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2025,
  • अपडेटेड 12:26 PM IST
  • আড়াই দিনের জন্য রাশি পরিবর্তন করা চন্দ্রমা একদিনের জন্য নিজের নক্ষত্র বদল করতে চলেছে।

আড়াই দিনের জন্য রাশি পরিবর্তন করা চন্দ্রমা একদিনের জন্য নিজের নক্ষত্র বদল করতে চলেছে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, রাহুর নক্ষত্রে এন্ট্রি নিয়েছেন চন্দ্রমা। ১৩ এপ্রিল বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদে রাত ৯টা বেজে ১০ মিনিটে চন্দ্রমা রাহুর স্বাতি নক্ষত্রে গোচর করেছে। আর এর ফলে ৫ রাশির জাতকদের জীবনে শুভ প্রভাব পড়বে। আসুন জেনে নিই সেই ৫ সৌভাগ্যবান রাশি কারা।  

মেষ রাশি
চন্দ্রমার নক্ষত্র গোচর মেষ রাশির জাতকদের জন্য বেশ লাভদায়ক প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে উন্নতির রাস্তা খুলবে। ধার্মিক কাজে ভাগ নেওয়ার সুযোগ রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে। অর্থ বাড়বে ও নতুন চাকরি পাওয়ার রাস্তাও খপলবে। মানসিক অশান্তি কম হবে। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই সময় শুভ প্রমাণিত হবে। রাহুর নক্ষত্রে চন্দ্রমার প্রবেশ জাতকদের জীবনে সফলতা আসবে। জীবনে ইতিবাচকতার প্রবেশ হবে। ব্যবসায়িদের চুক্তি ভাল হবে। সম্পর্ক মধুর হবে। প্রেম সম্পর্কিত সমস্যা শেষ হবে। 

সিংহ রাশি
স্বাতি নক্ষত্রে চন্দ্রমার গোচর সিংহ রাশির জাতকদের জন্য ভাগ্য পরিবর্তন করবে। হঠাৎ করে অর্থ কামানোর রাস্তা খুলে যাবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। জীবনে ইতিবাচক পরিবর্তন হবে। চাকরি ও ব্যবসায় লাভের যোগ রয়েছে। কেরিয়ারে সফলতা ও পদোন্নতির যোগ রয়েছে। 

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য চন্দ্রমার রাহুর নক্ষত্রে প্রবেশ শুভ ফল দেবে। এই রাশির জাতকদের জন্য ভাল সময় শুরু হবে। কেরিয়ারে সফলতার রাস্তা খুলে যাবে। পারিবারিক আবহ শুধরাবে। ঘর-পরিবারে সুখ আসবে। নতুন কাজ শুরু করার জন্য এই সময় বেশ ভাল। প্রেম গভীর হবে। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য স্বাতি নক্ষত্রে চন্দ্রমার প্রবেশ বেশ লাভদায়ক প্রমাণিত হবে। প্রত্যেক ক্ষেত্রে সফলতা আসবে। চাকরি ও ব্যবসায় লাভের রাস্তা খুলে যাবে। হঠাৎ করে অর্থ সঙ্কট মিটবে। অশান্তি থেকে নিজেকে দূরে রাখুন। মন শান্ত রাখার জন্য জাতকেরা রাতে শোওয়ার আগে চন্দ্রমার দর্শন করুন। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ মিটবে। 

Advertisement

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

 
 

Read more!
Advertisement
Advertisement