
আর পাঁচদিন পরই বছরের দ্বিতীয় মাস শুরু হতে চলেছে। এই মাসটি জ্যোতিষদের নজরে খুবই বিশেষ হতে চলেছে। কারণ এই মাসে বেশ কিছু বড় গ্রহের গোচর হতে চলেছে। জ্যোতিষ অনুসারে, ফেব্রুয়ারি মাসে ৪ গ্রহের রাশি পরিবর্তন হবে। এই মাসে বুধ ২ বার গোচর করবে এবং ফেব্রুয়ারিতেই সূর্য, মঙ্গল ও বৃহস্পতির অবস্থানে বদল হতে চলেছে। তাই এই মাসটি কিছু রাশির জাতকদের জন্য বেশ শুভ হতে চলেছে। আসুন জেনে নিই ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস কোন কোন রাশির জন্য লাকি জেনে নিন।
বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, ৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে দেবতাদের গুরু বৃহস্পতি বৃষ রাশিতে গোচর করবে যার জেরে কিছু রাশির লাভ হতে চলেছে। তারপর ১১ ফেব্রুয়ারি বুধ গ্রহ শনির রাশি কুম্ভতে প্রবেশ করবে। এর পরের দিন সূর্যও কুম্ভ রাশিতে গোচর করবে, যার ফলে কুম্ভ রাশিতে সূর্য, বুধ ও শনির ত্রিগ্রহী যোগের নির্মাণ হতে চলেছে। এরপর মঙ্গল বৃষ রাশিতে গোচর করবে। আর মাসের শেষে বুধ মীন রাশিতে গোচর করবে।
মেষ রাশি
ফেব্রুয়ারি মাস এই রাশির জাতকদের জন্য বেশ শুভ। চাকুরীজিবীদের জন্য প্রমোশন বা নতুন দায়িত্ব পেতে পারেন। যারা পড়াশোনা বা প্রতিযোগীতামূলক পরীক্ষার প্রস্তুতি করছেন, তাদের জন্য এই সময়কালটা খুবই ভাল। ধার্মিক কাজে মন বসবে। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। অংশীদারিত্বে করা ব্যবসা খুব ভাল হবে। পরিবারে খুশির আবহ থাকবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই মাসটি খুবই ভাল যাবে। ব্যবসায় ভাল লাভ হবে। বিয়ে সংক্রান্ত সমস্যা সমাধান হবে, তবে নতুন কারোর সঙ্গে ব্যবসা শুরু করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। কোনও মামলা চললে সেটায় আপনি জিতে যাবেন। চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। বাড়ি, গাড়ি অথবা জমি কেনার জন্য সময়টা ভাল। ব্যবসা সংক্রান্ত সফল লাভদায়ক হবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাস সুখবর নিয়ে আসবে। সন্তানদের পক্ষ থেকে সব সমস্যা এবার শেষ হবে। প্রেমের বিয়ে করতে চাইলে এই সময়টা ভাল। কর্মক্ষেত্রে সুখবর পাবেন। পৈতৃত সম্পত্তি সংক্রান্ত বাধা দূর হবে। চাকরিতে পদোন্নতি ও নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে ধার্মিক কাজে যুক্ত হতে পারবেন।
কুম্ভ রাশি
ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে। নতুন কোনও কাজ শুরু করতে যদি চান তাহলে এই সময়টা বেশ ভাল। বাড়িতে বিয়ে বা অন্য কোনও শুভ কাজ হতে পারে। পড়াশোনা ও পরীক্ষায় সফল হবেন। তীর্থযাত্রায় যেতে পারেন। তবে বড় দাদার সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন। নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ আনুন। উন্নতি ও অর্থলাভের নতুন সুযোগ আসবে।