Advertisement

Guru Gochar 2025: গুরু খেলা দেখাবে দ্বিগুণ গতিতে, ৩ রাশির বৃহস্পতি একেবারে তুঙ্গে

Guru Gochar 2025: বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে দেবতাদের গুরু বলে মনে করা হয়। নবগ্রহদের মধ্যে সবচেয়ে শুভ গ্রহদের মধ্যে দেবগুরু অন্যতম। বিশ্বাস করা হয় যে বৃহস্পতির অবস্থানে বদল হলে প্রত্যেক রাশির জীবনে কোনও না কোনও প্রভাব ফেলে। গুরু বৃহস্পতি প্রায় ১ বছর পর রাশি পরিবর্তন করে।

বৃহস্পতির গোচরবৃহস্পতির গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2025,
  • अपडेटेड 1:00 PM IST
  • বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে দেবতাদের গুরু বলে মনে করা হয়।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে দেবতাদের গুরু বলে মনে করা হয়। নবগ্রহদের মধ্যে সবচেয়ে শুভ গ্রহদের মধ্যে দেবগুরু অন্যতম। বিশ্বাস করা হয় যে বৃহস্পতির অবস্থানে বদল হলে প্রত্যেক রাশির জীবনে কোনও না কোনও প্রভাব ফেলে। গুরু বৃহস্পতি প্রায় ১ বছর পর রাশি পরিবর্তন করে। তাই বৃহস্পতির এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে গোচর করতে ১২ বছর সময় লাগে। এই সময় দেবগুরু বৃহস্পতি শুক্রের আধিপত্য রাশি বৃষে বিরাজ করছে। তবে ১৪ মে গুরু রাশি পরিবর্তন করে বুধের রাশি মিথুনে গোচর করবে। মিথুন রাশিতে যেতেই গুরু দ্বিগুণ গতিতে চলতে শুরু করবে। এরকম অবস্থায় বৃহস্পতি একটি রাশিতে ৬ মাস পর্যন্ত থাকবে। ২০২৫ সালের অক্টোবর মাসে নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করবে। গুরুর কর্কটে প্রবেশ করতেই তিন রাশি সবক্ষেত্রে অপার সফলতা পাবে। আসুন জেনে নিন সেই সৌভাগ্যশালী রাশি কারা।

মেষ রাশি
বৃহস্পতির উচ্চ রাশি কর্কটে প্রবেশ করতেই এই রাশির সময় ভাল আসবে। এরকম অবস্থায় এই রাশির জীবনে অনেক ধরনের সুখ-সিবিধা আসতে চলেছে। বৃহস্পতির কারণে এই রাশির জাতকেরা কোনও মাঙ্গলিক বা শুভকাজে বিরাটভাবে অংশ নিতে পারেন। কাজের বিষয়ে কোনও সফর করতে পারেন। এতে লাভ পাওয়ার যোগ রয়েছে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। 

কর্কট রাশি
এই রাশির জাতকদের জীবনে সব ধরনের সুখ আসবে। সুখের জোয়ারে ভাসবেন এই রাশির জাতকেরা। সন্তান প্রাপ্তি হতে পারে এই সময়কালে। সন্তানের পক্ষ থেকে ভাল খবর পেতে পারেন। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আপনি ব্যবসার জন্য যে রণনীতি তৈরি করেছেন তা ভাল প্রমাণিত হবে। জীবনে সুখের দরজা খুলে যাবে। সমাজে মান-সম্মান খুব দ্রুত বাড়বে। এরই সঙ্গে অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। উত্তম শিক্ষার যোগ তৈরি হয়েছে। এরই সঙ্গে আকস্মিক ধনলাভের যোগ তৈরি হবে। 

বৃশ্চিক রাশি
গুরুর কর্কটে এন্ট্রি নিতেই এই রাশির সুসময় আসবে। খুব লাভ করবেন এই রাশির জাতকেরা। চাকরি বদল করতে পারেন। তাহলে আরও লাভ পাবেন। নতুন চাকরিতে পদোন্নতির সঙ্গে বেতনও বাড়বে। ভাগ্য আরও মজবুত হবে। পদ-প্রতিষ্ঠা পাবেন। শেয়ার বাজারে অর্থ উপার্জন করতে পারবেন। স্বাস্থ্য ভাল থাকবে। বৈবাহিক সম্পর্ক ভাল থাকবে। প্রেম জীবনে মধুরতা বাড়বে। 

Advertisement

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

    

  

Read more!
Advertisement
Advertisement