Advertisement

Laddu Gopal Favorite Zodiac: নাড়ু গোপালের প্রিয় ৪ রাশি, জন্মাষ্টমী থেকেই এরা বড়লোক

Laddu Gopal Favorite Zodiac: ১৬ অগাস্ট দেশজুড়ে পালন করা হচ্ছে জন্মাষ্টমী। এইদিন ভগবান বিষ্ণুর শিশু অবতারের পুজো করা হয়। ভগবান শ্রী কৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে। প্রতিবছর এইদিনই কৃষ্ণের জন্মোৎসব পালন করা হয়।

নাড়ু গোপালের প্রিয় রাশিনাড়ু গোপালের প্রিয় রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2025,
  • अपडेटेड 4:00 PM IST
  • ১৬ অগাস্ট দেশজুড়ে পালন করা হচ্ছে জন্মাষ্টমী।

১৬ অগাস্ট দেশজুড়ে পালন করা হচ্ছে জন্মাষ্টমী। এইদিন ভগবান বিষ্ণুর শিশু অবতারের পুজো করা হয়। ভগবান শ্রী কৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে। প্রতিবছর এইদিনই কৃষ্ণের জন্মোৎসব পালন করা হয়। জ্যোতিষ শাস্ত্রে ১২টি রাশির মধ্য়ে কিছু রাশির ওপর নাড়ু গোপালের অপার কৃপা থাকে। আসুন সেই রাশিরা কারা জেনে নিই।

বৃষ রাশি
জ্যোতিষ মতে, ভগবান কৃষ্ণের প্রিয় রাশিদের মধ্যে বৃষ অন্যতম। এই রাশির জাতকদের ওপর নাড়ু গোপালের বিশেষ নজর থাকে। ভগবান কৃষ্ণের কৃপায় এই রাশির জাতকেরা সব কাজে সফলতা পেয়ে থাকেন। এদের কোনও দুঃখ-কষ্ট স্পর্শ করতে পারে না। বৃষ রাশির জাতকেরা ভাল ফল পাবেন যদি তারা নিত্য কৃষ্ণের পুজো করেন। 

কর্কট রাশি
জ্যোতিষ মান্যতা অনুসারে, কর্কট রাশির জাতকেরা গোপালের কৃপায় সমৃদ্ধ। এদের ওপর নাড়ু গোপালের অপার আশীর্বাদ থাকে। সব কাজেই সফলতা পেয়ে যাবেন। ধার্মিক মান্যতা অনুসারে, যাদের ওপর ভগবান কৃষ্ণের কৃপা থাকে তারা মৃত্যুর পর মোক্ষলাভ করে। এই রাশির জাতকদের অর্থের অভাব হয় না। 

সিংহ রাশি
নাড়ু গোপালের কৃপায় এই রাশির জাতকদের অর্থ সংক্রান্ত কোনও সমস্যা থাকে না। এই রাশির জাতকেরা সব বিপদ থেকে সহজেই রেহাই পেয়ে যান। এদের জীবনে সব ধরনের সুখ প্রাপ্তি হয়। কৃষ্ণের কৃপায় মান-সম্মান পায় এরা। এই রাশির জাতকদের কেরিয়ারে আকাশ ছোঁয়া সফলতা আসে। 

তুলা রাশি
জ্যোতিষ মতে, তুলা রাশিও গোপালের প্রিয় রাশিদের মধ্যে একটি। জীবনে এরা সব ধরনের সুখ পেয়ে থাকেন। সমানে সম্মান বাড়ে। কখনও অর্থের অভাব হয় না। নাড়ু গোপালের কৃপায় এই রাশির জীবনে অভাব থাকে না। কৃষ্ণের আশীর্বাদে এদের প্রেমজীবনে মধুরতা আসে।    

 

Read more!
Advertisement
Advertisement