Advertisement

Mangal Favorite Zodiac: মঙ্গলের পছন্দের এই ৩ রাশি, লাল গ্রহের কৃপায় কেরিয়ার থাকে তুঙ্গে

Mangal Favorite Zodiac: সনাতন ধর্মে মঙ্গলবারের দিনটিকে রামভক্ত হনুমানজির জন্য সমর্পিত করা হয়ে থাকে। এইদিন হনুমানজির পুজো করে থাকেন অনেকে। বিশ্বাস করা হয় যে মঙ্গলবারের দিন হনুমানজির পুজো করলে কোষ্ঠাতে থাকা মঙ্গল দোষ দূর হয়ে যায়। জ্যোতিষে কোষ্ঠীতে মঙ্গলকে মজবুত করার জন্য মঙ্গলবারের দিন হনুমানজির পুজো পাঠ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

মঙ্গলের প্রিয় ৩ রাশিমঙ্গলের প্রিয় ৩ রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Feb 2025,
  • अपडेटेड 2:59 PM IST
  • সনাতন ধর্মে মঙ্গলবারের দিনটিকে রামভক্ত হনুমানজির জন্য সমর্পিত করা হয়ে থাকে।

সনাতন ধর্মে মঙ্গলবারের দিনটিকে রামভক্ত হনুমানজির জন্য সমর্পিত করা হয়ে থাকে। এইদিন হনুমানজির পুজো করে থাকেন অনেকে। বিশ্বাস করা হয় যে মঙ্গলবারের দিন হনুমানজির পুজো করলে কোষ্ঠাতে থাকা মঙ্গল দোষ দূর হয়ে যায়। জ্যোতিষে কোষ্ঠীতে মঙ্গলকে মজবুত করার জন্য মঙ্গলবারের দিন হনুমানজির পুজো পাঠ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তাই মঙ্গলবারের দিন হনুমানজি ও মঙ্গল দেবের উপাসনা করা হয়ে থাকে। কোষ্ঠাতে মঙ্গল মজবুত থাকলে জাতকের কেরিয়ার ও ব্যবসায় সফলতা অর্জন হয়। কিন্তু আপনি কি জানেন মঙ্গল দেব কিছু রাশির ওপর বিশেষ কৃপা করে থাকেন। আসুন সেই রাশি কারা দেখে নিই। 

মেষ রাশি
জ্যোতিষ মতে মেষ রাশির জাতকদের ওপর মঙ্গলের কৃপা সর্বদা থাকে। মঙ্গল দেবের কৃপায় মেষ রাশির জাতকরা সাহসী ও উত্তেজনায় ভরপুর থাকে। সংগ্রাম বা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার অদম্য শক্তি তাদের আছে। এই গুণাবলীর কারণে, মেষ রাশির জাতক জাতিকারা কখনও পরাজয় স্বীকার করেন না। প্রতিটি কাজে এরা সাফল্য পান। এই রাশির জাতকদের নেতৃত্বের ক্ষমতা অসাধারণ। যদি মঙ্গল রাশিতে শক্তিশালী হয় অথবা শুভ গ্রহের সঙ্গে থাকে, তাহলে মেষ রাশির জাতকরা জীবনে উচ্চ পদ অর্জন করেন। মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল এবং পূজিত দেবতা হলেন হনুমান । তাই, এই রাশির জাতক জাতিকারা জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ কিছু করে থাকেন। এই রাশির জাতকরা খুব রাগী হন। তাই মেষ রাশির জাতকদের তাদের কথাবার্তা নিয়ন্ত্রণ করা উচিত। এছাড়াও, তর্ক-বিতর্ক থেকে দূরে থাকুন। মেষ রাশির জাতকদের প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা উচিত এবং পুজোর সময় তাঁকে সিঁদুর ও লাল ফুল অর্পণ করা উচিত।

বৃশ্চিক রাশি
মেষ রাশির মতো বৃশ্চিক রাশির জাতকরাও মঙ্গল গ্রহের আশীর্বাদ পেয়ে থাকেন। এই রাশির জাতকেরা তাদের কর্মজীবনে সেরাটা অর্জন করেন। জ্যোতিষে বৃশ্চিক রাশিদের সেবামূলক ক্ষেত্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। মঙ্গল ও সূর্যের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক, তাই সূর্যদেবের কৃপাও পেয়ে থাকেন এই রাশির জাতকেরা। এরা নিজেদের ইচ্ছেমতো সফলতা পেয়ে থাকেনয এই রাশির জাতকেরা সাহসী হন। কেরিয়ার ও ব্যবসায় অকল্পনীয় সিদ্ধান্ত নিয়ে সফল হয়ে থাকেনয হনুমানজির কৃপায় এই রাশির সব বিগড়ে থাকা কাজ সম্পন্ন হয়। সময়ের সঙ্গে এরা জীবনে উন্নতি ও এগিয়ে যেতে পারেন। 

Advertisement

মকর রাশি
জ্যোতিষ মতে মঙ্গল দেব মকর রাশিতে উচ্চ অবস্থায় থাকে। তাই এই রাশিদের সব সময়ই শুভ ফল দিয়ে থাকেন। সব কাজেই অপার সফলতা। এরা শনিদেব ও মহাদেবের আশীর্বাদও পান। হনুমানজির কৃপায় সব বিগড়ে যাওয়া কাজ সম্পন্ন হয়। এই রাশির জাতকেরা ব্যবসায় ভাল সুনাম অর্জন করেন। শুরুর দিকে চাকরি করলেও পরে তারা ব্যবসার দিকেই ঝোঁকে। মঙ্গলের কৃপা পাওয়ার জন্য মঙ্গলবার ও শনিবার হনুমানজির পুজো করলে আরও ভাল ফল পাবেন। 

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Read more!
Advertisement
Advertisement