Advertisement

Mahalakshmi Rajyog 2025: চন্দ্র-মঙ্গলের মিলনে মহালক্ষ্মী রাজযোগ, পুজোর মাসে ৩ রাশির হু হু করে টাকা ঢুকবে

Mahalakshmi Rajyog 2025: জ্যোতিষ শাস্ত্রে, নবগ্রহের মধ্যে চন্দ্রমা সবচেয়ে দ্রুত গতিতে চলা গ্রহদের মধ্যে অন্যতম। চন্দ্রমা আড়াই দিনে গোচর করে। চন্দ্রমা পুরো একমাস সময় নেয় রাশিচক্র সম্পূর্ণ করতে। চন্দ্রমার সঙ্গে কিছু গ্রহের যুতি খুবই শুভ বলে মনে করা হয়। আর এরকমই এক যুতির ফলে নবরাত্রির সময় মহাভাগ্য রাজযোগ তৈরি হতে চলেছে।

মহালক্ষ্মী রাজযোগমহালক্ষ্মী রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2025,
  • अपडेटेड 12:45 PM IST
  • জ্যোতিষ শাস্ত্রে, নবগ্রহের মধ্যে চন্দ্রমা সবচেয়ে দ্রুত গতিতে চলা গ্রহদের মধ্যে অন্যতম।

জ্যোতিষ শাস্ত্রে, নবগ্রহের মধ্যে চন্দ্রমা সবচেয়ে দ্রুত গতিতে চলা গ্রহদের মধ্যে অন্যতম। চন্দ্রমা আড়াই দিনে গোচর করে। চন্দ্রমা পুরো একমাস সময় নেয় রাশিচক্র সম্পূর্ণ করতে। চন্দ্রমার সঙ্গে কিছু গ্রহের যুতি খুবই শুভ বলে মনে করা হয়। আর এরকমই এক যুতির ফলে নবরাত্রির সময় মহাভাগ্য রাজযোগ তৈরি হতে চলেছে। ২২ সেপ্টেম্বর নবরাত্রি শুরু হতে চলেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর মঙ্গল গোচর করে তুলা রাশিতে প্রবেশ করবে। এরপর নবরাত্রির সময় ২৪ সেপ্টেম্বর ভোররাত ২টো ৫৫ মিনিটে তুলাতে প্রবেশ করবে এবং এখানে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিতে থাকবে। এই দুই গ্রহ গোচরের কারণে সেনাপতি মঙ্গল ও চন্দ্রমার যুতি তুলা রাশিতে তৈরি হবে। যার ফলে মহালক্ষ্মী রাজযোগ বা মহাভাগ্য রাজযোগের সৃষ্টি হবে। এই যোগ প্রায় ৫৪ ঘণ্টা পর্যন্ত থাকবে। এই যোগের ফলে ৩ রাশির জীবনে অপার সুখ আসতে চলেছে। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য মঙ্গল-চন্দ্রের যুতিতে তৈরি মহালক্ষ্মী রাজযোগ খুবই শুভ ফল দেবে। এই জাতকদের কেরিয়ারে উন্নতি পাকা। ব্যবসায় বিরোধী পক্ষকে কড়া টক্কর দেবে। জাগতিক সুখ পাওয়া যাবে। কোনও দীর্ঘ সফরে যেতে পারেন। নতুন চাকরির খোঁজ করলে তা এবার পেয়ে যাবেন। জায়গা পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। 

তুলা রাশি
তুলা রাশির জাতকদের মহাভাগ্য রাজযোগ অপার সুখ-সুবিধা দেবে। আপনি খুব দ্রুত উন্নতি করবেন। সবার বিশ্বাস জয় করতে পারবেন এবং অনেক প্রশংসা পাবেন। ব্যবসায় লাভ পাবেন। বাড়িতে খুশির আবহ থাকবে। আকস্মিক অর্থলাভের যোগ তৈরি হচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে। 

মকর রাশি
মহালক্ষ্মী রাজযোগ মকর রাশির জাতকদের জন্য খুবই শুভ ফল দেবে। নতুন চাকরির খোঁজ এবার শেষ হবে। নতুন অর্ডার পাবেন। এই সময়কাল বড় সফলতা দেবে। এরই সঙ্গে আর্থিক উন্নতিও হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। 

(Disclaimer: এই খবরটি শুধুমাত্র আপনাকে অবহিত করার জন্য লেখা হয়েছে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 

Advertisement

Read more!
Advertisement
Advertisement