Advertisement

Grahan Yog: ৫ দিন পর রাহু-চন্দ্রের অশুভ গ্রহণ যোগ, অগাস্টে ৩ রাশির শিরে সংক্রান্তি

Grahan Yog: বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে গ্রহরা এক নিশ্চিত সময়ের পর গোচর করে শুভ ও অশুভ যোগ তৈরি করে। যার প্রভাব মানব জীবনের ওপর পড়তে চলেছে। জেনে রাখুন, ১০ অগাস্ট রাহু ও চন্দ্রমার যুতি কুম্ভ রাশিতে তৈরি হতে চলেছে। যার ফলে গ্রহণ যোগের নির্মাণ হবে।

গ্রহণ যোগে বিপদ বাড়বে ৩ রাশিরগ্রহণ যোগে বিপদ বাড়বে ৩ রাশির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Aug 2025,
  • अपडेटेड 2:48 PM IST
  • বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে গ্রহরা এক নিশ্চিত সময়ের পর গোচর করে শুভ ও অশুভ যোগ তৈরি করে।

বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে গ্রহরা এক নিশ্চিত সময়ের পর গোচর করে শুভ ও অশুভ যোগ তৈরি করে। যার প্রভাব মানব জীবনের ওপর পড়তে চলেছে। জেনে রাখুন, ১০ অগাস্ট রাহু ও চন্দ্রমার যুতি কুম্ভ রাশিতে তৈরি হতে চলেছে। যার ফলে গ্রহণ যোগের নির্মাণ হবে। এই যোগের প্রভাব সব রাশিদের জাতকদের ওপর পড়বে। তবে এমন ৩ রাশি রয়েছে, যাদের এই সময় সাবধানে থাকার দরকার আছে। আসুন দেখে নিই তাঁরা কারা। 

মীন রাশি
গ্রহণ যোগ আপনাদের জন্য একটু ক্ষতিকর হতে চলেছে। এই সময় আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচতে হবে। নয়তো আপনার বাজেট বিগড়ে যেতে পারে। এই সময় আপনার মানসিক স্বাস্থ্য বিগড়ে যেতে পারে। এর সঙ্গে আপনি কোনও নতুন চুক্তি চূড়ান্ত এখনই করবেন না। কারণ লোকসান হতে পারে। এই সময় আপনি কোথাও যেতে পারেন, তবে সেই সফর ব্যর্থ হবে। 

তুলা রাশি
গ্রহণ যোগ তুলা রাশির জাতকদের ক্ষেত্রে ক্ষতিকারক প্রমাণিত হবে। এই সময় আপনার গুপ্ত শত্রু ষড়যন্ত্র করতে পারে। এই সময় স্বাস্থ্যের দিকে নজর দিন। ঝগড়া-অশান্তি এড়িয়ে চলুন। কাউকে ধার দেবেন না। এই সময় জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য হতে পারে। 

সিংহ রাশি
আপনাদের জন্য এই গ্রহণ যোগ লোকসান দিতে পারে। কারণ রাহু ও চন্দ্রমার যুতি আপনার জীবনে বড়সড় বিপদ আনবে। এই সময় সর্দি-কাশি, জ্বর হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে। কাজের ক্ষেত্রে কোনও উদাসীনতা এই সময় দেখাবেন না। দুর্ঘটনার যোগ তৈরি হচ্ছে।     

Read more!
Advertisement
Advertisement