Advertisement

Lord Shiva Favorite Zodiac: ভোলেবাবার প্রিয় ৫ রাশি, শ্রাবণে এঁদের সব ইচ্ছে পূরণ করবেন মহাদেব

Lord Shiva Favorite Zodiac: হিন্দু ধর্মের প্রধান দেবতা হলেন মহাদেব। আর এখন চলছে শ্রাবণ মাস, যে মাসটি ভোলেবাবার খুবই প্রিয়। মহাদেব বেলপাতা ও জলেই তুষ্ট হন। খুব সামান্য আয়োজনেই শিবের পুজো করলে দেবাদিদেব ভক্তের সব ইচ্ছে পূরণ করে। শ্রাবণের তৃতীয় সোমবার কাল, আর এই সময় মহাদেবের জলাভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয়।

শিবের প্রিয় ৫ রাশিশিবের প্রিয় ৫ রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Aug 2025,
  • अपडेटेड 2:02 PM IST
  • হিন্দু ধর্মের প্রধান দেবতা হলেন মহাদেব।

হিন্দু ধর্মের প্রধান দেবতা হলেন মহাদেব। আর এখন চলছে শ্রাবণ মাস, যে মাসটি ভোলেবাবার খুবই প্রিয়। মহাদেব বেলপাতা ও জলেই তুষ্ট হন। খুব সামান্য আয়োজনেই শিবের পুজো করলে দেবাদিদেব ভক্তের সব ইচ্ছে পূরণ করে। শ্রাবণের তৃতীয় সোমবার কাল, আর এই সময় মহাদেবের জলাভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, শিবের খুব প্রিয় ৫ রাশি। এই ভরা শ্রাবণে জেনে নিন কোন কোন রাশির জাতকদের সব বিপদ থেকে উদ্ধার করেন স্বয়ং মহাদেব।

মেষ রাশি
মেষ রাশির জাতকরা মহাদেবের অতি প্রিয়। এই রাশির গ্রহ অধিপতি মঙ্গল। মহাদেবের আশীর্বাদের সব কাজই সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারেন মেষ রাশির জাতকরা। এরা যে কাজে হাত দেন, তাতেই সাফল্য পান। শিবের দয়ায় এরা সব সংকট ও চ্যালেঞ্জ থেকে মুক্তি পান। জীবনে প্রচুর উন্নতি করেন মেষ রাশির জাতকরা।

বৃশ্চিক রাশি
ভোলেনাথের বিশেষ আশীর্বাদ সব সময় থাকে বৃশ্চিক রাশির জাতকদের। এরা অত্যন্ত সাহসী ও কঠোর পরিশ্রমী হন। কোনও কঠিন পরিস্থিতিতেই ভয় পেয়ে হাল ছেড়ে দেন না বৃশ্চিক রাশির জাতকরা। এরা সব সময় সবাইকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন। এই কারণে এদের পছন্দ করেন স্বয়ং মহাদেব।

মকর রাশি
মকর রাশির গ্রহ অধিপতি হল শনি। শনিকে মহাদেব নিজে কর্মফলের দেবতার পদ দিয়েছেন। মকর রাশির জাতকদের উপর সব সময় মহাদেবের আশীর্বাদ থাকে। এরা মনের ভক্তি দিয়ে মহাদেবের আরাধনা করলে জীবনে কখনও ব্যর্থতার মুখে পড়বে না। যে কোনও সংকটে 'ওম নমহঃ শিবায়' মন্ত্র জপ করলে এদের সব বিপদ থেকে রক্ষা করবেন ভোলেনাথ।

কুম্ভ রাশি
​কুম্ভ রাশির জাতকরাও মহাদেবের প্রিয়। কুম্ভ রাশিরও গ্রহ অধিপতি শনি। শনি নিজে মহাদেবের পরম ভক্ত বলে কুম্ভ রাশির জাতকদের উপর শিবের আশীর্বাদ থাকে। শিবকে খুশি করতে বেশি চেষ্টাও করতে হয় না কুম্ভ রাশির জাতকদের। কুম্ভ রাশির জাতকদের মন উদার এবং এরা সবার ভালো চান। সেই কারণে শিবের কৃপায় এরা জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করেন।

Advertisement

মীন রাশি
ধার্মিক ও দয়ালু প্রকৃতির হন মীন রাশির জাতকরা। মীন রাশির জাতকরা মহাদেবের অত্যন্ত প্রিয়। শিবের আশীর্বাদে এরা জীবনে কখনও ব্যর্থতার মুখে পড়ে না। এদের সব বিপদ থেকে রক্ষা করেন স্বয়ং মহাদেব। মীন রাশির জাতকরা জীবনে প্রচুর উন্নতি করেন এবং সমাজে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন।

Read more!
Advertisement
Advertisement