Advertisement

Shani Dhaiya 2025: শনির ঢাইয়ায় ২ রাশির কষ্টের জীবন শুরু, কতদিন চলবে?

Shani Dhaiya 2025: শনির গোচর বা শনির অবস্থানে বদল সব রাশিদের ওপর পড়তে দেখা যায়। এরই সঙ্গে শনি একমাত্র গ্রহ যার সাড়েসাতি বা ঢাইয়ার মতো বিশেষ দশা প্রত্যেক ব্যক্তির জীবনে খারাপ প্রভাব নিয়ে আসে। ২৯ মার্চ ২০২৫ সালে শনি মীন রাশিতে গোচর করে গিয়েছে আর এর ফলে ৩ রাশিতে সাড়েসাতি ও ২ রাশিতে ঢাইয়ার প্রভাব শুরু হয়ে গিয়েছে।

শনির রোষে ২ রাশির জীবনশনির রোষে ২ রাশির জীবন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2025,
  • अपडेटेड 12:11 PM IST
  • শনির গোচর বা শনির অবস্থানে বদল সব রাশিদের ওপর পড়তে দেখা যায়।

শনির গোচর বা শনির অবস্থানে বদল সব রাশিদের ওপর পড়তে দেখা যায়। এরই সঙ্গে শনি একমাত্র গ্রহ যার সাড়েসাতি বা ঢাইয়ার মতো বিশেষ দশা প্রত্যেক ব্যক্তির জীবনে খারাপ প্রভাব নিয়ে আসে। ২৯ মার্চ ২০২৫ সালে শনি মীন রাশিতে গোচর করে গিয়েছে আর এর ফলে ৩ রাশিতে সাড়েসাতি ও ২ রাশিতে ঢাইয়ার প্রভাব শুরু হয়ে গিয়েছে। শনির এই ঢাইয়া চলবে আড়াই বছর পর্যন্ত। এই আড়াই বছরে জাতকদের অর্থ লোকসান, কেরিয়ারে চড়াই-উৎরাই, অসুস্থতা সহ এই ধরনের সমস্যার সম্মুখীন হতে চলেছেন সিংহ ও ধনু রাশির জাতকেরা। ২০২৭ সালের জুন মাস পর্যন্ত সিংহ ও ধনু রাশির ওপর ঢাইয়ার প্রভাব পড়বে। 

সিংহ রাশি
সিংহ রাশিতে শনির ঢাইয়া চলাকালীন চাকরিতে সমস্যা দেখা দিতে পারে। অফিসে সিনিয়র সহকর্মীদের সঙ্গে অশান্তি হতে পারে। যার খারাপ প্রভাব আপনাকে সহ্য করতে হবে। বিনিয়োগ ভেবেচিন্তে করুন। নয়তো আর্থিক লোকসান হবে। ঝামেলা, রোগ-ভোগ, অপ্রয়োজনীয় অর্থ খরচ হবে। ব্যবসা মন্দা যাবে। 

ধনু রাশি
শনির ঢাইয়া ধনু রাশির কষ্ট বাড়াবে। অর্থ লোকসানের যোগ রয়েছে। চাকরি-ব্যবসায় সমস্যা বাড়বে। সম্পর্কে খারাপ প্রভাব পড়বে। সামলে থাকুন এই সময়কালটা। চাকরি নিয়েও টানাটানি হতে পারে। আর্থ সঙ্কট আসতে পারে। 

শনির ঢাইয়ার প্রকোপ থেকে মুক্তির উপায়
শনিবার শনি মন্দির গিয়ে দর্শন করুন। সূর্যাস্তের পরে সর্ষের তেলে প্রদীপ জ্বালান শনিদেবের সামনে। কালো কাপড়, কাল বিউলির ডাল, তেল, লোহা অর্থাৎ শনিদেবের প্রিয় জিনিস দান করুন। শনি মন্ত্র ওম শঁ শনিশ্চরায়ে নমঃ-র জপ করুন। অশ্বত্থ গাছের নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। শমী গাছের পুজো করুন। 

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Read more!
Advertisement
Advertisement