Advertisement

Shani Gochar 2025: বৃহস্পতির নক্ষত্রে শনি করবে তুলকালাম, আজ থেকে ৩ রাশির ঘোর বিপদ

Shani Gochar 2025: বৈদিক জ্যোতিষে শনির খুব গুরুত্ব রয়েছে। জ্যোতিষে শনিকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। শনি রাশি পরিবর্তন করে আড়াই বছর অন্তর। অর্থাৎ একটা রাশিতে শনি থাকে আড়াই বছর পর্যন্ত। যাকে শনির ঢাইয়া বলা হয়। অপরদিকে, শনির নক্ষত্র পরিবর্তনও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

শনিদেবের নক্ষত্র বদলশনিদেবের নক্ষত্র বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Mar 2025,
  • अपडेटेड 10:21 AM IST
  • বৈদিক জ্যোতিষে শনির খুব গুরুত্ব রয়েছে।

বৈদিক জ্যোতিষে শনির খুব গুরুত্ব রয়েছে। জ্যোতিষে শনিকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। শনি রাশি পরিবর্তন করে আড়াই বছর অন্তর। অর্থাৎ একটা রাশিতে শনি থাকে আড়াই বছর পর্যন্ত। যাকে শনির ঢাইয়া বলা হয়। অপরদিকে, শনির নক্ষত্র পরিবর্তনও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ২ মার্চ অর্থাৎ শনি নক্ষত্র পরিবর্তন করেছে। শনি আসলে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে ফেলেছে। তবে আজ এই নক্ষত্রের তৃতীয় চরণে এন্ট্রি নেবে। শনি বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করতেই ১২টি রাশির ওপর প্রভাব পড়বে। তবে এই ৩ রাশির বিপর্যয় ডেকে আনবে শনি। দেখুন তারা কারা। 

বৃষ রাশি
শনির নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির জাতকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। অনেক পরিশ্রম করার পরও আর্থিক লাভ পেতে কঠিনতার সম্মুখীন হতে হবে। এই সময় কারোর থেকে টাকা ধার নেবেন না। বন্ধুর সঙ্গে মতোভেদ দেখা যেতে পারে। 

তুলা রাশি
শনির নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জাতকদের প্রতিকূল পরিস্থিতির মধ্যে ফেলবে। এই সময় আর্থিক ও মানসিক অশান্তি বজায় থাকবে। ব্যবসায় বাধা পেতে পারেন। যার ফলে অন্য কাজেও প্রকিবন্ধকতা আসবে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া এই সময় খুবই দরকার।

মকর রাশি
শনির নক্ষত্র পরিবর্তনের প্রভাব মকর রাশির জাতকদের ওপর দেখা যাবে। খরচ নিয়ে সতর্ক থাকুন আর কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নিন। দাম্পত্য জীবনে অশান্তি বা মতোভেদ দেখা দিতে পারে। ধৈর্য্য সহকারে কাজ করুন।  

Read more!
Advertisement
Advertisement