Advertisement

Shani Uday 2025: মার্চ শেষে মুখ তুলবে শনি, ৩ রাশির কেরিয়ার শীর্ষে তুলবে বড়বাবা

Shani Uday 2025: ন্যায়ের দেবতা শনিদেবের অবস্থান যখন বদল হয় তখন এর প্রভাব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। শনির গোচরে কিছু রাশির লাভ তো কিছু রাশির লোকসান হয়। জেনে রাখুন, কুম্ভ রাশিতে বিরাজ করছে শনিদেব।

শনিদেবশনিদেব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2025,
  • अपडेटेड 12:05 PM IST
  • ন্যায়ের দেবতা শনিদেবের অবস্থান যখন বদল হয় তখন এর প্রভাব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়।

ন্যায়ের দেবতা শনিদেবের অবস্থান যখন বদল হয় তখন এর প্রভাব ১২টি রাশির ওপর পড়তে দেখা যায়। শনির গোচরে কিছু রাশির লাভ তো কিছু রাশির লোকসান হয়। জেনে রাখুন, কুম্ভ রাশিতে বিরাজ করছে শনিদেব। কিন্তু ৩১ মার্চ ২০২৫ সালে রাত ১২টা ৪৩ মিনিটে মীন রাশিতে উদিত হবে। গুরুর রাশিতে শনির উদয় হওয়ার ফলে কিছু রাশির জাতকদের অফুরন্ত লাভ হতে চলেছে। আসুন শনির উদয়ে কোন রাশিদের লাভ হবে জেনে নিই। 

মেষ রাশি
এই রাশির জাতকদের জীবনে চলতে থাকা সমস্যা এবার দূর হবে। মনোযোগ বাড়বে। এর সঙ্গে জীবনে খুশি আসবে। চাকরির সুযোগ আসবে। বিদেশে যাওয়ার সুযোগ আসবে। বিদেশে অর্থ উপার্জনে সফল হবেন। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। এর সঙ্গে জীবনে সুখ-শান্তি আসবে। মামলা-মোকদ্দমা থেকে সফলতা আসবে। আপনার নতুন নতুন বন্ধু হবে। এর সঙ্গে পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবে। বাবার সঙ্গে মতভেদ শেষ হবে। এর সঙ্গে জীবনে নেতিবাচকতা সমাপ্ত হবে। আপনি কোনও ধার্মিক যাত্রা করতে পারেন। 

মিথুন রাশি
এই রাশির জাতকদের জন্য শনির উদয় লাভজনক প্রমাণিত হবে। পেশাগত ও ভাল প্রভাব দেখা যাবে এই রাশির জাতকদের মধ্যে। শিক্ষাগুরু, মা, বাবা, মেন্টরের পূর্ণ সহযোগিতা পাবেন। যার ফলে আপনাল লক্ষ্য পূরণ হবে। আপনার দ্বারা কাজে আপনি সফল হবেন। আপনার অতীতে করা কাজ থেকে আপনি পুরষ্কার, মান-সম্মান, প্রসিদ্ধি পাবেন। বিদেশ সফরের রাস্তাও খুলে যাবে। ব্যবসা খুব দ্রুত বাড়বে। নতুন গাড়ি, সম্পত্তি কিনতে পারবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। 

কর্কট রাশি
এই রাশির জাতকদের জন্য শনির উদয় বেশ শুভ প্রমাণিত হবে। প্রত্যেক ক্ষেত্রে সফলতা যেমন পাবেন আত্মবিশ্বাসও বাড়বে। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ হবে। পড়ুয়াদের জন্য এই সময়টা ভাল যাবে। জীবনে সুখ-সৌভাগ্যের প্রাপ্তি হবে। টাকা বিনিয়োগের কথা ভাবলে এটা উত্তম সময়। সাহস বাড়বে। পড়ুয়াদের পরীক্ষায় সফলতা আসবে। আয় বাড়বে এবং অর্থের সঞ্চয় করতে সফল হবেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement