Advertisement

Gajalakshmi Yog: গজলক্ষ্মী রাজযোগে অঢেল টাকা, অগাস্টে ৩ রাশির মুখে চওড়া হাসি

Gajalakshmi Yog: বৈদিক জ্যোতিষশাস্ত্রে দৈত্যদের গুরু শুক্রকে প্রেম-আকর্ষণ, ধন-ঐশ্বর্য, ভোগ-বিলাসের আদি কারক বলে মনে করা হয়। এরকম অবস্থায় শুক্রের অবস্থান ১২টি রাশির সঙ্গে দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। শুক্র প্রতিমাসে রাশি পরিবর্তন করে। প্রতি রাশিতে দ্বিতীয়বার এন্ট্রি নিতে শুক্রের ১২ বছর সময় লাগে।

গজলক্ষ্মী রাজযোগগজলক্ষ্মী রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jul 2025,
  • अपडेटेड 4:31 PM IST
  • বৈদিক জ্যোতিষশাস্ত্রে দৈত্যদের গুরু শুক্রকে প্রেম-আকর্ষণ, ধন-ঐশ্বর্য, ভোগ-বিলাসের আদি কারক বলে মনে করা হয়।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে দৈত্যদের গুরু শুক্রকে প্রেম-আকর্ষণ, ধন-ঐশ্বর্য, ভোগ-বিলাসের আদি কারক বলে মনে করা হয়। এরকম অবস্থায় শুক্রের অবস্থান ১২টি রাশির সঙ্গে দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। শুক্র প্রতিমাসে রাশি পরিবর্তন করে। প্রতি রাশিতে দ্বিতীয়বার এন্ট্রি নিতে শুক্রের ১২ বছর সময় লাগে। শুক্র এখন বৃষ রাশিতে বিরাজ করছেন। যেখানে ২৬ জুলাই শুক্র এই রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। যেখানে প্রথম থেকেই গুরু বৃহস্পতি বিরাজ করছেন, যার ফলে এই দুই গ্রহের যুতির ফলে গজলক্ষ্মী রাজযোগের নির্মাণ হবে। এই গজলক্ষ্মী রাজযোগের ফলে কিছু রাশির জীবনে শুভ প্রভাব পড়তে চলেছে। 

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, দৈত্যগুরু শুক্র ২৬ জুলাই সকাল ৯টা ২ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ কবে, যেখানে ২১ অগাস্ট পর্যন্ত থাকবে। এরকম অবস্থায় গজলক্ষ্মী রাজযোগ ২১ অগাস্ট পর্যন্ত থাকবে। 

মেষ রাশি
এই রাশির জাতকদের ভাগ্যের সঙ্গ মিলবে আর মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হবে। আত্মবিশ্বাস বাড়বে, যেটাতে অনেক ক্ষেত্রে সফল হতে পারবেন আপনি। বন্ধু-পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। নতুন বন্ধু তৈরি করতে সফল হবেন। বৈবাহিক জীবনে চলা সমস্যা মিটতে  পারে। জীবনে সুখ-শান্তি থাকবে। ভাগ্য সঙ্গ দেবে, যার জেরে আপনার আটকে থাকা অর্থ ফেরৎ পাবেন। আমদানি খুব দ্রুত বাড়বে। প্রেমের জীবন ভাল যাবে। বিয়ের প্রস্তাব পেতে পারেন। স্বাস্থ্য ভাল যাবে। 

বৃষ রাশি
এই রাশি অনেক ক্ষেত্রে সফলতা পাবেন। হঠাৎ করে অর্থলাভ হতে পারে। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। তীর্থস্থানে যাত্রা করতে পারেন। আপনার মধ্যে নতুন কিছু বিকশিত হবে। বৃহস্পতি আপনাকে অপ্রত্যাশিত লাভ করাবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। সন্তানের পক্ষ থেকে কোনও ভাল খবর পেতে পারেন। 

বৃশ্চিক রাশি
এই গজলক্ষ্মী রাজযোগ আপনাদের রাশির জন্য শুভ প্রমাণিত হবে। এই য়োগের জন্য আপনি আকস্মিক অর্থলাভ করতে পারবেন। বড় কোনও সুখবর পেতে পারেন। কোনও কঠিন অবস্থা থেকে মুক্তি পেতে পারেন। ধীরে ধীরে আপনি অর্থলাভ করতে পারেন। অর্থ সঞ্চয় করতে সফল হবেন। প্রেম জীবনে কোনও সমস্যা হতে পারে। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement