Advertisement

March Lucky Rashi 2025: শুক্রের উল্টো চালে বাজিমাত, মার্চ মাস জুড়ে ৩ রাশির বিলাসিতাময় জীবন

March Lucky Rashi 2025: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, ধন-বৈভব, আকর্ষণ, ভোগ-বিলাস ও জাগতিক সুখের দাতা শুক্র ২ মার্চ মীন রাশিতে বক্রী অবস্থায় চলে যাবে। শুক্রের এই উল্টো চাল কিছু রাশির জীবনে সৌভাগ্য নিয়ে আসবে।

শুক্রের উল্টো চালশুক্রের উল্টো চাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Mar 2025,
  • अपडेटेड 11:26 AM IST
  • শুক্র ২ মার্চ মীন রাশিতে বক্রী অবস্থায় চলে যাবে।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, ধন-বৈভব, আকর্ষণ, ভোগ-বিলাস ও জাগতিক সুখের দাতা শুক্র ২ মার্চ মীন রাশিতে বক্রী অবস্থায় চলে যাবে। শুক্রের এই উল্টো চাল কিছু রাশির জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। আসুন জেনে নিন কোন কোন রাশির ভাগ্য মার্চ মাসে খুলতে চলেছে। 

বৃষ রাশি
এই রাশিতে শুক্র একাদশ স্থানে বক্রী হবে। তাই এই রাশির জাতকেরা প্রত্যেক ক্ষেত্রে অপার সফলতা পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। এরই সঙ্গে অর্থ-সম্পদও বাড়বে। আপনার দ্বারা করা কোনও কাজ সাফল্য এনে দেবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য আসবে। অংশীদারিত্বে করা কাজে সফলতা পাবেন। 

ধনু রাশি
শুক্রের উল্টো চালে এই রাশির জীবনে সুসময় আসবে। এই রাশির চতুর্থ ঘরে শুক্র বক্রী হবে। তাই এই রাশির জাতকেরা জাগতিক সব ধরনের সুখ পাবেন। চাকুরিজীবিদের দারুণ লাভ হবে। পদোন্নতির সঙ্গে বেতন বাড়বে। ব্যবসায় বড় কোনও অর্ডার পেতে পারেন। বাড়ি ও গাড়ি কিনতে পারেন এই সময়। বিদেশ সফরের সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস দ্রুত বাড়বে। সাহস বাড়বে যার ফলে আপনি অনেক ক্ষেত্রে সফলতা পেতে পারেন। গুরু, মা-বাবার পূর্ণ সহযোগিতা পাবেন। 

মেষ রাশি
এই রাশির জাতকদের জন্য শুক্রের উল্টো চাল লাভদায়ক প্রমাণিত হবে। এই রাশিতে শুক্র দ্বিতীয় ও সপ্তম ঘরের অধিপতি এবং মীন রাশিতে বক্রী হয়ে দ্বাদশ ঘরে বসবে। এরকম অবস্থায় এই রাশিদের আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে। আপনার বন্ধুদের পূর্ণ সহযোগিতা পাবেন। জীবনে অনেক সুখ আসবে। কেরিয়ারে উন্নতি হবে। আপনার নতুন চাকরি হতে পারে। ব্যবসায় বিদেশ থেকে ভাল উপার্জন হবে। অর্থ যেমন আসবে তেমনি খরচও হবে। জীবন সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। স্বাস্থ্য ভাল যাবে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement