Advertisement

February Lucky Zodiac: বুধ-সূর্যের বড় খেলা শুরু এই মাসেই, ফেব্রুয়ারি থেকে ৩ রাশির 'অচ্ছে দিন'

February Lucky Zodiac: বৈদিক জ্যোতিষ অনুসারে ১১ ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এরপর ১৩ ফেব্রুয়ারি গ্রহের রাজা সূর্য কুম্ভ রাশিতে গোচর করবে। এরকম অবস্থায় এই দুই গ্রহের যুতির ফলে কুম্ভ রাশিতে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি হবে।

বুধাদিত্য যোগবুধাদিত্য যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2025,
  • अपडेटेड 12:58 PM IST
  • বৈদিক জ্যোতিষ অনুসারে ১১ ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে।

বৈদিক জ্যোতিষ অনুসারে ১১ ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এরপর ১৩ ফেব্রুয়ারি গ্রহের রাজা সূর্য কুম্ভ রাশিতে গোচর করবে। এরকম অবস্থায় এই দুই গ্রহের যুতির ফলে কুম্ভ রাশিতে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি হবে। যার ফলে কিছু রাশির ভাগ্য চমকাতে চলেছে। এর সঙ্গে এই রাশির কেরিয়ার ও ব্যবসাতেও উন্নতি হবে। আসুন জেনে নিই সেই রাশি কারা।

মকর রাশি
আপনাদের জন্য বুধাদিত্য রাজযোগ অনুকূল সিদ্ধ হবে। কারণ এই সময় এই রাজযোগ আপনার রাশির অর্থ ও বাণীর জায়গায় তৈরি হচ্ছে। এইজন্য এই সময় আপনার আকস্মিক অর্থলাভ হবে। এছাড়াও কেরিয়ারে উন্নতি ও ব্যবসায় লাভ হতে পারে। সমাজে মান-সম্মান বাড়বে। অর্থ বৃদ্ধির যোগ রয়েছে। মার্কেটে বিনিয়োগ করার এটাই ভাল সময়। আপনি কোনও নতুন পরিকল্পনা করতে পারেন যাতে আপনার লাভ হবে। আপনার কথা বলার ক্ষমতা বাড়বে। যার ফলে মানুষ ইমপ্রেস হবে। এর সঙ্গে এই সময় ব্যবসায়ীদের আটকে থাকা অর্থও পেয়ে যাবেন। 

বৃশ্চিক রাশি
বুধাদিত্য রাজযোগ বৃশ্চিক রাশির জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হতে পারে। কারণ এই রাজযোগ আপনার কোষ্ঠার চতুর্থ ঘরে হতে চলেছে। যার ফলে আপনি জাগতিক সুখ পাবেন। এর সঙ্গে ঘর-সম্পত্তিও বৃদ্ধি হবে। কোনও গাড়ি কিনতে পারেন। এই সময় আপনাদের লাভ হবে। ব্যবসা, রিয়েল এস্টেট, জমি ও সম্পত্তির সঙ্গে যুক্ত মানুষদের লাভ হবে। মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। এই সময় আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হতে পারে। 

মিথুন রাশি
মিথুন রাশির মানুষদের সূর্য ও বুধের সংযোগ শুভ ফল দেবে। কারণ এই সংযোগ আপনার কোষ্ঠীর নবম ঘরে তৈরি হতে চলেছে। এই কারণে এই সময় আপনার ভাগ্য তুঙ্গে থাকবে। দেশ-বিদেশের সফর করতে পারবেন। পুজো-পাঠে অংশ নিতে পারবেন। ব্যবসা বাড়বে। কেরিয়ারে সফলতা পাবেন। পড়ুয়ারা পরীক্ষায় সফল হবেন। 

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement