Advertisement

April Lucky Rashi: সূর্য-চন্দ্রের মহা মিলন, মাস শেষেও ৫ রাশির টাকার অভাব থাকবে না

April Lucky Rashi: জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহদের রাজা সূর্যদেব ও মনের কারক চন্দ্রমা ২৭ এপ্রিল ২০২৫ সালে একটি রাশিতেই যুতি করবে। মেষ রাশিতে হওয়া এই যুতির প্রভাব রাশিচক্রের সব রাশিদের ওপর পড়তে চলেছে। সূর্য এই সময় মেষ রাশিতে বিরাজ করছে। আর ২৭ এপ্রিল চন্দ্রমা মেষ রাশিতে গোচর করবে।

সূর্য-চন্দ্রের মহা মিলনসূর্য-চন্দ্রের মহা মিলন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2025,
  • अपडेटेड 11:55 AM IST
  • জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহদের রাজা সূর্যদেব ও মনের কারক চন্দ্রমা ২৭ এপ্রিল ২০২৫ সালে একটি রাশিতেই যুতি করবে।

জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহদের রাজা সূর্যদেব ও মনের কারক চন্দ্রমা ২৭ এপ্রিল ২০২৫ সালে একটি রাশিতেই যুতি করবে। মেষ রাশিতে হওয়া এই যুতির প্রভাব রাশিচক্রের সব রাশিদের ওপর পড়তে চলেছে। সূর্য এই সময় মেষ রাশিতে বিরাজ করছে। আর ২৭ এপ্রিল চন্দ্রমা মেষ রাশিতে গোচর করবে। সূর্য প্রায় ১ মাসে নিজের রাশি বদল করে তবে দ্রুতগতিতে চলা চন্দ্রমা প্রায় আড়াই দিনে নিজের রাশি পরিবর্তন করে। মেষ রাশিতে হওয়া সূর্য-চন্দ্রের এই যুতি পাঁচ রাশিকে দারুণ ফল দেবে। আসুন জেনে নেওয়া যাক তারা কারা। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য সূর্য চন্দ্রমার যুতি ফলদায়ক প্রমাণিত হবে। এই সময়ে মানসিক শান্তি পাবেন। চাকরি ও ব্যবসায় বড় লাভ হতে পারে। অর্থের জন্য নতুন নতুন রাস্তা খুলে যাবে। জাগতিক সুখ বৃদ্ধি হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। অর্থাভাব দূর হবে আর স্বাস্থ্য আরও ভাল হবে। 

সিংহ রাশি
সূর্য চন্দ্রমার যুতি সিংহ রাশির জাতকদের জন্য খুবই লাভদায়ক প্রমাণিত হবে। মানসিক অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা খুলে যাবে। নতুন প্রজেক্টে কাজ করার জন্য সুযোগ আসবে। সফর করা শুভ প্রমাণিত হবে। অর্থ আসার প্রবাহ বাড়বে। সামাজিক পদ-প্রতিষ্ঠা বাড়বে। শত্রুর ওপর বিজয় পাবেন।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য সূর্য-চন্দ্রের যুতি শুভ প্রমাণিত হবে। শিক্ষামূলক কাজে নিয়োজিত ব্যক্তিরা ভালো ফল পেতে পারেন। অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। বিয়ের ডেট চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। ব্যবসায় বড় কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে। চাকরিতে উন্নতির নতুন রাস্তা খুলে যাবে। বড় সিদ্ধান্ত নিতে পারেন। 

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য সূর্য ও চন্দ্রের যুতি বিভিন্ন দিক থেকে শুভ হতে পারে। সৃজনশীলতা ও ভালোবাসার প্রতি মানুষের ঝোঁক বাড়তে পারে। কাজে সাফল্য পাবেন। ব্যক্তিত্বে আকর্ষণ থাকবে। ব্যক্তি তার কর্মজীবনে উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে। প্রেম জীবনে গভীরতা থাকবে। মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। শারীরিক শক্তি বৃদ্ধি পাবে। 

Advertisement

কুম্ভ রাশি
সূর্য ও চন্দ্রের মিলন কুম্ভ রাশির জাতকদের জন্য অনেক সুবিধা বয়ে আনতে পারে। ব্যক্তি দক্ষতার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে। সাহস বাড়বে। কর্মজীবনে সাফল্য ও পদোন্নতির পথ খুলে যাবে। প্রেম জীবনে সম্পর্ক আগের থেকে ভাল হবে। সিঙ্গলদের জীবনে প্রেম আসতে পারে। ব্যক্তিত্বের উন্নতির কারণে লোকেরা স্থানীয়দের প্রতি আকৃষ্ট হবে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Read more!
Advertisement
Advertisement