Advertisement

Shani Surya Yog: পিতা-পুত্রের সমসপ্তক যোগে অশেষ দুঃখ, পুজোর আগেই ৩ রাশি চাকরি হারাতে পারে

Shani Surya Yog: জ্য়োতিষশাস্ত্র অনুসারে, প্রত্যেক গ্রহ এক নিশ্চিত সময়ের পর গোচর করে, যার ফলে শুভ ও অশুভ যোগের সৃষ্টি হয়। এর প্রভাব মানব জীবন ও পৃথিবীর ওপর পড়তে দেখা যায়। গ্রহের রাজা সূর্য ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে ফেলেছে। এই সময় সূর্য মীন রাশিতে বিরাজমান শনির সঙ্গে সমসপ্তক যোগ তৈরি করবে।

সমসপ্তক যোগে ৩ রাশির দুর্ভাগ্যসমসপ্তক যোগে ৩ রাশির দুর্ভাগ্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Sep 2025,
  • अपडेटेड 3:58 PM IST
  • জ্য়োতিষশাস্ত্র অনুসারে, প্রত্যেক গ্রহ এক নিশ্চিত সময়ের পর গোচর করে, যার ফলে শুভ ও অশুভ যোগের সৃষ্টি হয়।

জ্য়োতিষশাস্ত্র অনুসারে, প্রত্যেক গ্রহ এক নিশ্চিত সময়ের পর গোচর করে, যার ফলে শুভ ও অশুভ যোগের সৃষ্টি হয়। এর প্রভাব মানব জীবন ও পৃথিবীর ওপর পড়তে দেখা যায়। গ্রহের রাজা সূর্য ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে ফেলেছে। এই সময় সূর্য মীন রাশিতে বিরাজমান শনির সঙ্গে সমসপ্তক যোগ তৈরি করবে। আসলে, সূর্য ও শনি একে-অপরের সপ্তম অবস্থানে থেকে সমসপ্তক যোগের নির্মাণ করেছে। জ্যোতিষে সূর্য ও শনিকে পিতা-পুত্র বলা হয়। যদিও এঁদের মধ্যে শত্রুতার সম্পর্ক। সমসপ্তক যোগের ফলে কিছু রাশির জীবনে সমস্যা দেখা দেবে। আসুন জেনে নেওয়া যাক সেই আনলাকি রাশি কারা। 

মেষ রাশি
সমসপ্তক যোগে এই রাশির রোগ, শত্রু, ঋণের মতো সমস্যা দেখা দেবে। ছাত্ররা, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা অসফল হতে পারেন। শনির কারণে এই রাশির সমস্যা বাড়বে বই কমবে না। কর্মক্ষেত্রে দায়িত্ব পেলেও তা সম্পূর্ণ করতে অসফল হবেন। এই সময়ে সকর্ক থাকা আবশ্যক। স্বাস্থ্য বিগড়াতে পারে। খাওয়া-দাওয়া ও শরীরচর্চার ওপর বিশেষ মনোযোগ দিন। 

বৃষ রাশি
এই সময় সূর্য-শনির সমসপ্তক যোগের ফলে ভাগ্যের সঙ্গ পাবেন নায পদোন্নতির যোগ থাকলেও তা পেতে দেরি হবে। কাজের জায়গায় নতুন দায়িত্বের ফলে মানসিক চাপ বাড়বে। বিনিয়োগ থেকে দূরে থাকুন। শেয়ার বাজারে এই সময় টাকা লাগাবেন না। বুঝেশুনে আর্থিক বিনিয়োগ করুন। 

মিথুন রাশি
সমসপ্তক যোগের ফলে মিথুন রাশির জাতকদের মতভেদ ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে পরিবারে অশান্তি ও কর্মক্ষেত্রে ঝামেলা হওয়ার থেকে দূরে থাকুন। এই যোগ বেশ কিছু ক্ষেত্রে লোকসান হতে পারে। এইজন্য প্রত্যেক কাজ ভেবে-চিন্তে করুন। যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে পার্টনারের সঙ্গে মতভেদ বাড়বে আর মন ভাঙার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। চাকুরিজীবি জাতকদের জন্য বিশেষ সতর্কতা, যাতে কর্মক্ষেত্রে সমস্যা থেকে তাঁরা দূরে থাকতে পারেন।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement