Advertisement

2026 Luckiest Zodiacs: ২০২৬ সালে নবজন্ম ৫ রাশির! বাবা ভাঙ্গার প্রেডিকশন অব্যর্থ

Baba Vanga 2026 Lucky Zodiacs: আর কয়েক মাস। আসছে নতুন বছর ২০২৬। এই ২০২৬ নিয়েও ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বিখ্যাত বুলগেরীয় জ্যোতিষী বাবা ভাঙ্গা। অনেকেই বলেন, তাঁর কথা নাকি বেশিরভাগ সময়েই মিলে যায়।

সবচেয়ে লাকি এই ৫ রাশি।সবচেয়ে লাকি এই ৫ রাশি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Oct 2025,
  • अपडेटेड 6:42 PM IST
  • বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী ২০২৬ সালে লাকি ৫ রাশি।
  • ৪ রাশির দারুণ কাটবে নতুন বছর।
  • আসুন তাঁরা কারা, সেই বিষয়ে এক নজরে জেনে নেওয়া যাক। 

Baba Vanga 2026 Lucky Zodiacs: আর কয়েক মাস। আসছে নতুন বছর ২০২৬। এই ২০২৬ নিয়েও ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বিখ্যাত বুলগেরীয় জ্যোতিষী বাবা ভাঙ্গা। অনেকেই বলেন, তাঁর কথা নাকি বেশিরভাগ সময়েই মিলে যায়। বাবা ভাঙ্গার প্রেডিকশন অনুযায়ী, আগামী ২০২৬ সাল বেশ কিছু রাশির জন্য বেশ কঠিন হতে পারে। তবে এমন কিছু রাশিও আছে, যাঁদের জন্য জীবনে দারুণ সময় আসতে চলেছে। এই সময় তাঁদের ভাগ্য অর্থ আর ভালোবাসায় ভরপুর হয়ে উঠবে। অর্থাৎ বাবা ভাঙ্গার পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালে সবচেয়ে ভাগ্যবান হতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা। আসুন তাঁরা কারা, সেই বিষয়ে এক নজরে জেনে নেওয়া যাক। 

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের ২০২৬ একেবার অন্যরকম কাটবে। নতুন জীবন শুরু হবে। কাজের জায়গায় বড় দায়িত্ব আসতে পারে। পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। পুরনো বিনিয়োগ থেকে লাভ মিলবে। যাঁরা ব্যবসা শুরু করতে চাইছেন, তাঁরাও এগিয়ে যেতে পারবেন। প্রেমে আসবে মাধুর্য। তবে কাজের সময় তাড়াহুড়ো এড়িয়ে চলাই ভালো। মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন।
শুভ রং: লাল।

বৃষ রাশি
বৃষ রাশির জন্য ২০২৬ হবে পরিশ্রমের পুরস্কার পাওয়ার সময়। অফিসে বেতন বাড়ার সম্ভাবনা প্রবল। মধ্যবছরে বড় কোনও বিনিয়োগ করলে তা থেকে মোটা লাভ আসতে পারে। সংসারে শান্তি থাকবে। তবে খরচ একটু নিয়ন্ত্রণে রাখলে সঞ্চয়ও বাড়বে। শরীরের দিকে নজর দিন।
শুভ রং: সবুজ।

আরও পড়ুন

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ২০২৬ হবে সৌভাগ্যের বছর। চাকরি বদলের সুযোগ আসবে। অনেকেরই আয় হঠাৎ বাড়তে পারে। ব্যবসায় মুনাফা আসবে। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। প্রেমে নতুন অধ্যায় শুরু হতে পারে। বুধবার গণেশ পুজো করলে ভালো ফল মিলবে।
শুভ রং: হলুদ।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকারা ২০২৬ এ সম্মান ও সাফল্য পাবেন। পদোন্নতি, পুরস্কার ও আর্থিক উন্নতি সবই মিলবে। ব্যবসায় গতি আসবে। আত্মবিশ্বাসও থাকবে তুঙ্গে। তবে অহংকার থেকে দূরে থাকুন। পারিবারিক সম্পর্ক হবে মজবুত। রবিবার সূর্যকে জল দিন।
শুভ রং: সোনালি।

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জন্য আসছে দারুণ বছর। আটকে থাকা কাজ সফল হবে। আয় বাড়বে। নতুন উদ্যোগ লাভ দেবে। কর্মজীবনে বড় সুযোগ মিলবে। শনিবার তেল দান করুন।
শুভ রং: নীল। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement