Advertisement

Baba Vanga Zodiacs: ৫ রাশির জন্য ২০২৬ সেরা বছর! বাবা ভাঙ্গার ধামাকা Prediction

বুলগেরিয়ার বাসিন্দা রহস্যময় জ্যোতিষী বাবা ভাঙ্গা এখন আর জীবিত নেই। কিন্তু সময় যত এগিয়েছে, ততই তাঁর বলা কথা একের পর এক মিলেছে বাস্তবের সঙ্গে। প্রিন্সেস ডায়ানার মর্মান্তিক মৃত্যু থেকে শুরু করে ৯/১১ হামলার মতো বিশ্ব কাঁপানো ঘটনার আভাস তিনি নাকি আগেভাগেই দিয়েছিলেন, এমনই দাবি তাঁর অনুগামীদের।

সবচেয়ে লাকি এই ৫ রাশি।সবচেয়ে লাকি এই ৫ রাশি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jan 2026,
  • अपडेटेड 9:16 PM IST
  • বুলগেরিয়ার বাসিন্দা রহস্যময় জ্যোতিষী বাবা ভাঙ্গা এখন আর জীবিত নেই।
  • কিন্তু সময় যত এগিয়েছে, ততই তাঁর বলা কথা একের পর এক মিলেছে বাস্তবের সঙ্গে।
  • বাবা ভাঙ্গার নাম ঘিরে আজও কৌতূহলের অন্ত নেই।

বুলগেরিয়ার বাসিন্দা রহস্যময় জ্যোতিষী বাবা ভাঙ্গা এখন আর জীবিত নেই। কিন্তু সময় যত এগিয়েছে, ততই তাঁর বলা কথা একের পর এক মিলেছে বাস্তবের সঙ্গে। প্রিন্সেস ডায়ানার মর্মান্তিক মৃত্যু থেকে শুরু করে ৯/১১ হামলার মতো বিশ্ব কাঁপানো ঘটনার আভাস তিনি নাকি আগেভাগেই দিয়েছিলেন, এমনই দাবি তাঁর অনুগামীদের। শুধু তা-ই নয়, ইতিহাসে ঘটে যাওয়া আরও বহু বড় ঘটনার ক্ষেত্রেও তাঁর ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হয়েছে বলে মনে করেন অনেকে। সেই কারণেই বাবা ভাঙ্গার নাম ঘিরে আজও কৌতূহলের অন্ত নেই।

২০২৬ সাল নিয়েও একাধিক ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী বছরে বিশ্বজুড়ে অস্থিরতা বাড়তে পারে। যুদ্ধ পরিস্থিতি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং সোনার দামের ঊর্ধ্বগতির কথাও উঠে এসেছে তাঁর ভবিষ্যদ্বাণীতে। তবে সব কিছু যে নেতিবাচক হবে, এমন নয়। বরং তাঁর পূর্বাভাসে এমন কিছু রাশির কথাও বলা হয়েছে, যাদের জীবনে ২০২৬ সাল হতে চলেছে অর্থ, সাফল্য এবং আর্থিক শক্তির বছর। ওই বছর নাকি কয়েকটি রাশির জাতকদের ব্যাঙ্ক ব্যালান্স উল্লেখযোগ্য ভাবে বাড়বে। প্রশ্ন উঠছে, কোন কোন রাশির জাতকরা এই সৌভাগ্যের শিখরে পৌঁছতে পারেন?

বৃষ রাশি: বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বৃষ রাশির জাতকদের জন্য ২০২৬ সাল আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ হতে চলেছে। আয়ের একাধিক উৎস তৈরি হতে পারে। পুরনো বিনিয়োগ থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয় থেকেও লাভ হতে পারে বলে ইঙ্গিত। দীর্ঘদিন ধরে যে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন, তার ফল এই বছর হাতেনাতে পেতে পারেন বৃষ রাশির জাতকরা। পাশাপাশি অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার ইঙ্গিতও রয়েছে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্যও ২০২৬ সালকে ভালো সময় বলে উল্লেখ করেছেন বাবা ভাঙ্গা। শেয়ার বাজার থেকে লাভের সম্ভাবনার কথা বলা হয়েছে তাঁর ভবিষ্যদ্বাণীতে। যাঁরা নতুন স্টার্টআপ বা ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই সময় অনুকূল হতে পারে। নতুন বিনিয়োগের ক্ষেত্রেও সময়টা শুভ বলে মনে করা হচ্ছে। আর্থিক অগ্রগতির সঙ্গে সঙ্গে সমাজে মর্যাদা এবং প্রতিপত্তি বাড়ার সম্ভাবনাও রয়েছে।

Advertisement

তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য ২০২৬ সাল হতে পারে অর্থ উপার্জন এবং স্বীকৃতির বছর। নেতৃত্বগুণের বিকাশ ঘটতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যবসায় বৃদ্ধি ও বিকাশ বজায় থাকবে বলে ইঙ্গিত। সামগ্রিক ভাবে আয়ের পরিমাণ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্যও এই সময়টিকে ভালো বলে ধরা হচ্ছে।

মকর রাশি: মকর রাশির জাতকদের ক্ষেত্রেও ২০২৬ সাল নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন অনেকে। ব্যবসায়ীরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সততার সঙ্গে কঠোর পরিশ্রম করলে এই বছর সাফল্য আসতে পারে বলে মত বাবা ভাঙ্গার। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। সঞ্চয় বৃদ্ধির যোগও রয়েছে।

কুম্ভ রাশি: সবশেষে কুম্ভ রাশি। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, কুম্ভ রাশির জাতকদের জন্য ২০২৬ সাল অত্যন্ত শুভ হতে চলেছে। নতুন কিছু শুরু করলে তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ উপার্জনের নতুন পথ খুলতে পারে। কেরিয়ারে স্থিতি বজায় থাকবে। ব্যবসায় উল্লেখযোগ্য লাভ হতে পারে। মোটের উপর গোটা বছর আনন্দেই কাটবে বলে ইঙ্গিত তাঁর ভবিষ্যদ্বাণীতে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement