Advertisement

Tulsi Plant Benefits: দূর হবে আর্থিক কষ্ট, তুলসী গাছ লাগানোর সময় মানুন এই নিয়ম

Tulsi Plant Benefits: হিন্দু ধর্মে তুলসী গাছকে মা রূপে পুজো করা হয়ে থাকে। অনেকেই নিজেদের বাড়ির আঙিনায় বা বাইরে তুলসী গাছ লাগিয়ে থাকেন। বাস্তুমতে তুলসী গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। এতে আর্থিক ও সামাজিক দুইভাবেই উপকার পাওয়া যায়।

তুলসী গাছ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jun 2023,
  • अपडेटेड 8:59 PM IST
  • হিন্দু ধর্মে তুলসী গাছকে মা রূপে পুজো করা হয়ে থাকে।

হিন্দু ধর্মে তুলসী গাছকে মা রূপে পুজো করা হয়ে থাকে। অনেকেই নিজেদের বাড়ির আঙিনায় বা বাইরে তুলসী গাছ লাগিয়ে থাকেন। বাস্তুমতে তুলসী গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। এতে আর্থিক ও সামাজিক দুইভাবেই উপকার পাওয়া যায়। তবে তুলসী গাছ লাগানোর সময় এগুলি মাথায় রাখা খুব জরুরি। 

পরিষ্কার মাটি
তুলসী গাছ লাগানোর সময় সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন মাটির ব্যবহার করবেন। তুলসী গাছ লাগানোর সময় আগে মাটি পুজো করে নিন। 

ধরিত্রীর পুজো
হিন্দু ধর্মে ধরিত্রীকে মা হিসাবে ধরা হয়। এরকম অবস্থায় যখনই আপনি তুলসীর গাছ লাগান, তার আগে ধরিত্রী মাতার পুজো করে নিন। 

এরপর গাছ লাগান
এরপর তুলসীর চারা রোপণ করুন। এরকম করলে মা লক্ষ্মী আপনার ওপর বেশ প্রসন্ন হবে আর আপনার ওপর কৃপা দৃষ্টি দেবে। 

সঠিক দিশা
তুলসী গাছ লাগানোর সময় সর্বদা কোন দিকে তা লাগাচ্ছেন সেদিকে খেয়াল রাখবেন। এই গাছ উত্তর-পূর্ব দিশাতে লাগান। এতে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। 

এইদিন তুলসী গাছ লাগান
তুলসী গাছ আপনি যে কোনও দিন লাগাতে পারেন। কিন্তু এই গাছ যদি বৃহস্পতিবার লাগান তবে তা শুভ বলে মানা হয়ে থাকে। এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। 

আর্থিক কষ্ট দূর করে
তুলসী গাছ লাগালে ঘরের আর্থিক কষ্ট দূর হয়ে যায়। এর পাশাপাশি ঘরে ইতিবাচকতা আসে। 

প্রদীপ জ্বালান
তুলসী গাছ লাগানোর পর রোজ তুলসী তলায় প্রদীপ জ্বালাতে ভুলবেন না। এটা করলে তুলসী মা প্রসন্ন হন আর সেই ঘরে তাঁর কৃপাদৃষ্টি থাকে। 

তুলসীর পাতা 
বলা হয় যে সকালে তুলসীর পাতা ছিঁড়ে সেই পাতা পেতলের গ্লাসে জল দিয়ে রেখে দিতে পারেন। এরপর ২৪ ঘণ্টা পর ওই জল গোটা ঘরে ছিটিয়ে দিন। আপনার ঘরে থাকা আর্থিক সঙ্কট অচিরেই মিটবে। আপনি ধনবান হয়ে যাবেন।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement