Advertisement

Bengali New Year 1430 Rashifal: সারাবছর লক্ষ্মীর দয়ায় ৪ রাশি, কেরিয়ারে তুঙ্গ উন্নতি-অর্থলাভ

নতুন বছর মানে নতুন স্বপ্ন, নতুন আশা। নতুন করে এগিয়ে চলার প্রস্তুতি। এপ্রিল মাস থেকে শুরু হয় আর্থিক বছরও। এই বাংলা বছরে ১২ বছর পর বৃহস্পতি গোচর করতে চলেছে। ২২ এপ্রিল মেষ রাশিতে গমন করতে চলেছেন দেবগুরু। দেবগুরুর গোচর শুভ ফল দিতে চলেছে একাধিক রাশিতে। ফলে তাঁরা জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। জ্ঞান-সমৃদ্ধির কারক বৃহস্পতি।

Bengali New Year 1430
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Apr 2023,
  • अपडेटेड 12:40 PM IST
  • ১৪৩০ বঙ্গাব্দ দারুণ কাটতে চলেছে ৪ রাশির।
  • সব ক্ষেত্রে তাঁরা উন্নতি করবেন।

শুরু হল নতুন বাংলা বছর ১৪৩০। পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়ে গিয়েছে বাংলার সব প্রান্তে। সকাল থেকে হোয়াটসঅ্যাপেই চলছে শুভেচ্ছার আদানপ্রদান। নতুন বছর মানে নতুন স্বপ্ন, নতুন আশা। নতুন করে এগিয়ে চলার প্রস্তুতি। এপ্রিল মাস থেকে শুরু হয় আর্থিক বছরও। এই বাংলা বছরে ১২ বছর পর বৃহস্পতি গোচর করতে চলেছে। ২২ এপ্রিল মেষ রাশিতে গমন করতে চলেছেন দেবগুরু। দেবগুরুর গোচর শুভ ফল দিতে চলেছে একাধিক রাশিতে। ফলে তাঁরা জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। জ্ঞান-সমৃদ্ধির কারক বৃহস্পতি। কথাতেই বলে বৃহস্পতি তুঙ্গে। ফলে বুঝতেই পারছেন কী হতে চলেছে। এদিকে ৩০ বছর পর কুম্ভ রাশিতে রয়েছেন শনিদেব। তিনি শুভ অবস্থানে থাকলে কেটে যায় সমস্ত বাধাবিঘ্ন। চলুন জেনে নেওয়া যাক নববর্ষে কোন কোন রাশি উন্নতি করতে চলেছে- 

মিথুন- মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ স্থানে বৃহস্পতি অবস্থান করবে। আপনি লাভবান হওয়ার অবস্থানে থাকবেন। গাড়ি বা বাইকের মালিক হওয়ার স্বপ্নও এ বছর পূরণ হতে পারে। পরিবারে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আপনার সুখ ও সমৃদ্ধি বাড়বে। যতটা আশা করবেন তার চেয়ে বেশি লাভ পাবেন। চাকরি ও ব্যবসায় আপনি উন্নতি করবেন। হাতে আসবে অর্থ।  

সিংহ- ১৪৩০ বঙ্গাব্দ দারুণ কাটবে সিংহ রাশির জাতক-জাতিকাদের। তাঁরা সবেতে শুভ ফল পাবেন। বৃহস্পতি সিংহ রাশিতে থাকবেন। শাসক গ্রহ সূর্য থাকবে মেষ রাশিতে। গ্রহের অবস্থান আপনার জন্য খুব শুভ যোগ তৈরি করছে। আপনি চাকরি ও ব্যবসায় অগ্রগতি করবেন। তীর্থযাত্রায় যেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। কেরিয়ারে এগিয়ে যাবেন। পরিশ্রম করলে আসবে সাফল্য। নববর্ষ ১৪৩০ আপনার জন্য শুভ হবে।

আরও পড়ুন- বিষ্ণুর প্রিয় ফুলের গাছ, ঘরের এই জায়গায় রাখলে উন্নতি কেউ রুখতে পারবে না

Advertisement

তুলা-  তুলা রাশির জাতক-জাতিকারা শনির সাড়ে সাতি থেকে মুক্তি পেয়েছেন। এর পাশাপাশি বৃহস্পতির শুভ দিকও থাকবে। বিবাহ যোগ্য ব্যক্তিরা মনের মানুষ পেতে পারেন। বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে প্রেমের মিল থাকবে। মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাবেন। আপনার আয় বাড়তে পারে। যে কোনও সিদ্ধান্ত নিলে তা আপনার পক্ষে থাকবে। 

ধনু- বৃহস্পতি ধনু রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে। বৃহস্পতির এই যাত্রা ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ বয়ে আনবে। যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় সফল হবেন। সন্তানদের তরফ থেকে সুখবর পাবেন। এই বছরটি আপনার জন্য দারুণ কাটবে। আপনি উন্নতি করবেন। কেরিয়ারে সাফল্যের যোগ। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement