Advertisement

Biswakarma Puja Rashifal 2025: বিশ্বকর্মা পুজোয় বিশেষ সংযোগ, ৪ রাশির কপাল দীর্ঘদিনের জন্য খুলে যেতে পারে

Biswakarma Puja Rashifal 2025: কিছু রাশির জন্য এই সময় হয়ে উঠবে ভাগ্যোদয়ের সূচনা? যে কাজে হাত দেবেন সে কাজেই সাফল্য আসবে। রাশিচক্রের ৪টি রাশিকে এই যোগ দারুণ লাভবান করে দেবে।ভাগ্য খুলবে এই ৪ রাশির 

বিশ্বকর্মা পুজোয় বিশেষ সংযোগ, ৪ রাশির কপাল দীর্ঘদিনের জন্য খুলে যেতে পারেবিশ্বকর্মা পুজোয় বিশেষ সংযোগ, ৪ রাশির কপাল দীর্ঘদিনের জন্য খুলে যেতে পারে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Aug 2025,
  • अपडेटेड 8:53 PM IST

Biswakarma Puja Rashifal 2025: সূর্য ও সিংহ রাশি গ্রহটি তার গতিপথে এসে পৌঁছেছে কন্যা রাশিতে। এই রাশিচক্রের পরিবর্তন চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে, সিংহ রাশির এই গমন ১২টি রাশির ওপরই ফেলবে বিশেষ প্রভাব।

কিছু রাশির জন্য এই সময় হয়ে উঠবে ভাগ্যোদয়ের সূচনা? যে কাজে হাত দেবেন সে কাজেই সাফল্য আসবে। রাশিচক্রের ৪টি রাশিকে এই যোগ দারুণ লাভবান করে দেবে।ভাগ্য খুলবে এই ৪ রাশির 

ধনু (Sagittarius)
এই সময় সব দিক দিয়ে সাফল্যের রাস্তা খুঁজে পাবেন ধনু রাশির জাতকরা! কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত। যারা চাকরির জন্য অপেক্ষা করছেন, তাঁদের হাতে আসতে পারে কাঙ্খিত অফার। ব্যবসায় মুনাফা বাড়বে। উচ্চশিক্ষায় বিদেশযাত্রার সুযোগও তৈরি হতে পারে।

সিংহ (Leo)
নিজের রাশিতে নিজেই প্রবেশ করল গ্রহ, তাই ফলাফলও দারুণ! আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। আর্থিক লাভের সম্ভাবনা উজ্জ্বল। পুরনো কোনও প্রকল্প বা সম্পর্ক নতুন রূপে ফিরে আসতে পারে।

কর্কট (Cancer)
চিরকাল আবেগে ভাসেন কর্কটজাতকেরা, কিন্তু এবার সময় এসেছে স্থির হয়ে সিদ্ধান্ত নেওয়ার। আর সেই সিদ্ধান্তই খুলে দিতে পারে ভাগ্যের দরজা। নতুন সম্পত্তি কেনার যোগ রয়েছে। পারিবারিক বিষয়ে সুখবর মিলতে পারে।

মিথুন (Gemini)
বন্ধ দরজায় ধাক্কা মারতে মারতে ক্লান্ত মিথুনের জন্য অবশেষে খুলছে একাধিক পথ। চাকরি বদল বা নতুন বিনিয়োগে শুভ সময়। কোনও গুরুত্বপূর্ণ পরিচয় জীবনে নতুন অধ্যায় তৈরি করতে পারে।
 

 

Read more!
Advertisement
Advertisement