Advertisement

Buddha Purnima 2025 Rashifal: বুদ্ধ পূর্ণিমায় এই রাশিদের ভাগ্যে জ্যাকপট! খুলে যাবে ধন লাভের দরজা

বুদ্ধ পূর্ণিমায় বিরাজ করছে এক মহাযোগ — জ্যোতিষ বলছে এই নির্দিষ্ট রাশিগুলির জীবনে আসবে টাকার বৃষ্টি ও সাফল্যের নতুন অধ্যায়!

বুদ্ধ পূর্ণিমায় এই রাশিদের ভাগ্যে জ্যাকপট! খুলে যাবে ধন লাভের দরজাবুদ্ধ পূর্ণিমায় এই রাশিদের ভাগ্যে জ্যাকপট! খুলে যাবে ধন লাভের দরজা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Apr 2025,
  • अपडेटेड 5:59 PM IST

বুদ্ধ পূর্ণিমা ২০২৫ সালে পড়ছে ১২ই মে, সোমবার। এই দিনটি শুধু গৌতম বুদ্ধের জন্ম, বোধি ও মহাপরিনির্বাণের দিনই নয় একই সঙ্গে ২০২৫ সালের এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় মুহূর্তও। চলতি বছর বুদ্ধ পূর্ণিমায় গঠিত হচ্ছে অক্ষয় যোগ, গজকেশর যোগ ও শুভ চন্দ্র-গুরু সংযোগ, যা অর্থ, সাফল্য ও সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে নির্দিষ্ট রাশির জাতকদের জন্য।

বুদ্ধ পূর্ণিমায় বিরাজ করছে এক মহাযোগ — জ্যোতিষ বলছে এই নির্দিষ্ট রাশিগুলির জীবনে আসবে টাকার বৃষ্টি ও সাফল্যের নতুন অধ্যায়! আসুন জেনে নিই এই সময় কোন কোন রাশির কপাল ঘুরতে চলেছে। কোন কোন রাশির তরফে।

বুদ্ধ পূর্ণিমায় যাদের ভাগ্য খুলতে চলেছে:

১. বৃশ্চিক (Scorpio):
চাকরি, ব্যাবসা এবং স্থাবর সম্পত্তিতে লাভের সম্ভাবনা। পুরোনো ঋণ ফেরত পাওয়া ও হঠাৎ টাকা আসার যোগ।
২. মকর (Capricorn):
চাকরির স্থিতি বৃদ্ধি ও নতুন সুযোগ আসবে। পারিবারিক ধনসম্পদে লাভ, ইনভেস্টমেন্টে মুনাফা।
৩. বৃষ (Taurus):
ব্যবসায়ীরা পাবেন বড় লাভ, ওষুধ বা খাদ্য সম্পর্কিত কাজে বড় সুযোগ। প্রেম এবং আর্থিক ক্ষেত্র দুই-ই উজ্জ্বল।
৪. কর্কট (Cancer):
চাকরিতে উন্নতি, বিদেশ যাত্রার সুযোগ। গুরুজনের আশীর্বাদ ও মানসিক শান্তি আসবে, সঙ্গে অর্থপ্রাপ্তিও।
৫. ধনু (Sagittarius):
চন্দ্র ও বৃহস্পতির প্রভাব ধন লাভ ও আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে। যারা সামাজিক কাজে যুক্ত, তাদের জন্য বড় সম্মান।স
৬. মিথুন (Sagittarius):
লেখালেখি ও প্রকাশনা সংক্রান্ত কাজে সাফল্য লাভ। 

কী করবেন?
এই দিনে সকালে স্নান করে বুদ্ধ মূর্তিতে প্রদীপ জ্বালান, বোধিবৃক্ষের পাতা দান করুন এবং “বুদ্ধং শরণং গচ্ছামি” মন্ত্র জপ করুন। ধনলাভ ও মানসিক শান্তির আশীর্বাদ মিলবে।

বুদ্ধ পূর্ণিমার মহাযোগ শুধু ধর্মীয় নয় — এটি রাশিগত ভাগ্যও বদলে দিতে পারে। যারা উল্লিখিত রাশিতে জন্মেছেন, তাদের জন্য এই সময় হতে চলেছে স্বর্ণযুগের সূচনা। 
 

 

Read more!
Advertisement
Advertisement