Advertisement

Budh Bakri Rashifal 2025: হোলির পরদিন বক্রী হবে বুধ, অর্থ-সম্মান উপচে পড়বে ৩ রাশি

Budh Bakri Rashifal 2025: চলতি বছর মহা শিবরাত্রি পালিত হবে ২৬ ফেব্রুয়ারি। মহা শিবরাত্রি দিন বুধ কুম্ভ রাশিতে উদিত হবে। বুধের উত্থানে কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে। এসময় কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে, কারাই বা মনের মানুষের দেখা পাবেন, জানুন।

হোলির পরদিন বক্রী হবে বুধ, অর্থ-সম্মান উপচে পড়বে ৩ রাশি হোলির পরদিন বক্রী হবে বুধ, অর্থ-সম্মান উপচে পড়বে ৩ রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Feb 2025,
  • अपडेटेड 7:16 PM IST

Budh Bakri Rashifal 2025: জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে রাজকুমার গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহ যখন ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হয়, তা কারোর জন্য নেতিবাচক হয়। হোলি উৎসব পড়েছে ১৪ মার্চ, তারপরের দিন ১৫ মার্চ বুধ বিপরীতমুখী বক্রী হতে চলেছে। মীন রাশিতে বক্রী হবে এই গ্রহ। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। জীবনে তারা অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। চাকরি থেকে ব্যবসায় আপনি সাফল্য লাভ করতে পারবেন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এ সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। আপনার একাদশ ঘরে বক্রী হবে এই গ্রহ। আপনি কোনও নতুন কাজ বা ব্যবসা শুরু করতে পারেন। সেখানে যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন। আপনার আর্থিকদিকে খুব লাভ হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এই রাশির ব্যক্তিরা শেয়ার বাজার, লটারি করতে পারেন। সেখান থেকেও লাভ হবে আপনার। এসময় পুরনো ব্যবসায় যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন।

ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিদের ওপর বক্রী বুধের শুভ প্রভাব পড়বে। তাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। বিবাহিত জীবনেও খুব সুখী হবেন। সন্তানের কোনও সুখবরে আপনার মনে খুশি লেগে থাকবে। তাছাড়া আপনি যদি এসময় দূরে কোথাও ঘুরতে যেতে চান, যেতে পারেন। বাবা মাকে নিয়ে ঘুরতে যেতে পারেন পাহাড়ি এলাকায়, গেলে সাবধানে যাবেন। আর যারা পাইকারি ব্যবসা করছেন, তাদের অত্যন্ত শুভ সময়।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। নতুন ব্যবসায় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। যদি আপনি নতুন কোনও ব্যবসা শুরু করতে চান করতে পারেন। সেখানে লাভের মুখ দেখবেন। এই সময় যারা দূরে ঘুরতে যেতে চাইছেন, যেতে পারেন। বাবা-মায়ের সঙ্গেও শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। মনের মানুষের সঙ্গেও দেখা হবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement