Advertisement

Budh Gochar 2026: জানুয়ারির মাঝামাঝি বুধের কৃপায় মালামাল হবে ৪ রাশি, সমাজে বাড়বে সম্মানও

২০২৬-এর জানুয়ারির মাঝামাঝি বুধ গ্রহ সূর্যের উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে। বৃদ্ধির গ্রহ বুধ ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯টা ২৩ মিনিটে উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। আর এই কারণেই কিছু রাশির হবে দেদার লাভ। এই সময় তাঁরা ধনলাভ করতে পারবেন। এমনকী সম্পর্কও এগিয়ে যাবে দ্রুত গতিতে। তাই আর সময় নষ্ট না করে সেই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। আর লিস্টে আপনার রাশি থাকলে ভাল সময়ের জন্য তৈরি হয়ে যান।

বুধ গোচরবুধ গোচর
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Jan 2026,
  • अपडेटेड 3:51 PM IST
  • ২০২৬-এর জানুয়ারির মাঝামাঝি বুধ গ্রহ সূর্যের উত্তরষাঢ়া নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে
  • বৃদ্ধির গ্রহ বুধ ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯টা ২৩ মিনিটে উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে
  • এই কারণেই কিছু রাশির হবে দেদার লাভ

২০২৬-এর জানুয়ারির মাঝামাঝি বুধ গ্রহ সূর্যের উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে। বৃদ্ধির গ্রহ বুধ ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯টা ২৩ মিনিটে উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। আর এই কারণেই কিছু রাশির হবে দেদার লাভ। এই সময় তাঁরা ধনলাভ করতে পারবেন। এমনকী সম্পর্কও এগিয়ে যাবে দ্রুত গতিতে। তাই আর সময় নষ্ট না করে সেই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। আর লিস্টে আপনার রাশি থাকলে ভাল সময়ের জন্য তৈরি হয়ে যান।

বৃষ রাশি

বুধ সূর্য রাশিতে গোচর করছে। যার ফলে বৃষ রাশির জীবনে ভাল দিন আসবে। আপনার ভীষণ সফল হবেন। ভালবাসার সম্পর্কে নেবে ইতিবাচক নতুন মোড়। শুধু তাই নয়, কাজ সম্পর্কিত সব ঝামেলাও মিটে যাবে। ফিরে যাবে স্বাস্থ্যের হাল। আপনারা সুস্থ থাকবেন। এছাড়া বিবাহিত মানুষের জীবনে ভাল সময় আসবে। তাই এই বৃষ রাশি জানুয়ারি মাসটা দারুণভাবে কাটাবেন বলে ধরে নেওয়াই যায়।

মিথুন রাশি

বুধের এই গোচরের জন্য জীবনে ইতিবাচক প্রভাব আসবে মিথুন রাশিরও। তাঁরাও একাধিক শুভ পরিণাম পাবেন। শুধু তাই নয়, সমাজে বাড়বে সম্মান। শরীর সম্পর্কিত নানা সমস্যা দূর হয়ে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে চলতে থাকা অস্থির সময় কেটে যাবে। যাঁরা সিঙ্গল রয়েছেন, তাঁরা এই সময় ভাল প্রস্তাব পেতে পারেন। এছাড়া পুরনো যত সব আটকে কাজ ছিল, সেই সব পরিকল্পনায় এই সময় গতি আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তুলা রাশি

এই সময়টা দারুণ কাটবে তুলা রাশিরও। উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশের জন্য জীবনে উন্নতি হবে নিশ্চিত। যদিও এই সময় ভাবুক হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। নতুন সম্পর্ক শুরুর সময় ভাল কাটবে। পরিবারে আপনার কথা সকলে শুনবেন। তাই ঠিক ঠাক কথা বলুন।

মীন রাশি

বুধ এবং সূর্যের নক্ষত্রে প্রবেশের জন্য মীন রাশির দিনটা ইতিবাচক কাটবে। এই সময় বুঝেশুনে সিদ্ধান্ত নিলে জীবনে এগিয়ে যাবেন। এমনকী ব্যবসাতেও উন্নতি হবে নিশ্চিত। এই সময় ব্যবসা ভাল এগবে। এমনকী মানসিক সমস্যাও হবে দূর। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

Read more!
Advertisement
Advertisement