Advertisement

Budh Ketu Asubh Yog: ছায়াগ্রহ কেতুর নক্ষত্রে বুধ এন্ট্রি করতেই অশুভ ইঙ্গিত, ছাব্বিশের জানুয়ারিতে ৩ রাশির কপালে হাত

২৯ ডিসেম্বর ২০২৫-এ গ্রহের রাজকুমার বুধ কেতুর নিজের মূল নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই নক্ষত্রে বুধ ৭ জানুয়ারি পর্যন্ত থাকবে। শাস্ত্রে কেতুকে রাক্ষস ও জ্যোতিষে পাপী গ্রহ বলে মনে করা হয়। জ্যোতিষবিদদের মতে, ২০২৬-এর শুরুতে বুধের কেতু নক্ষত্রে হওয়া ৩ রাশির জন্য অশুভ সঙ্কেত হতে পারে।

বুধ-কেতুর অশুভ যোগবুধ-কেতুর অশুভ যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Dec 2025,
  • अपडेटेड 12:50 PM IST
  • ২৯ ডিসেম্বর ২০২৫-এ গ্রহের রাজকুমার বুধ কেতুর নিজের মূল নক্ষত্রে প্রবেশ করতে চলেছে।

২৯ ডিসেম্বর ২০২৫-এ গ্রহের রাজকুমার বুধ কেতুর নিজের মূল নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই নক্ষত্রে বুধ ৭ জানুয়ারি পর্যন্ত থাকবে। শাস্ত্রে কেতুকে রাক্ষস ও জ্যোতিষে পাপী গ্রহ বলে মনে করা হয়। জ্যোতিষবিদদের মতে, ২০২৬-এর শুরুতে বুধের কেতু নক্ষত্রে হওয়া ৩ রাশির জন্য অশুভ সঙ্কেত হতে পারে। এই রাশিদের কেরিয়ার, ব্যবসা ও আর্থিক দিক থেকে সাবধান থাকতে হবে। আসুন জেনে নিই সেই রাশিগুলি কারা। 

বৃষ রাশি
কেরিয়ারের মামলায় খুব তাড়াহুড়ো করলে লোকসান হবে। কর্মস্থানে আপনার পরিস্থিতি বিগড়াতে পারে। অপ্রয়োজনায় চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে। অর্থ সংক্রান্ত মামলায় সতর্ক থাকতে হবে। প্রতারিত হতে পারেন। আপনার পরিশ্রম করে অর্জিত অর্থ খরচ হতে পারে। অভিজ্ঞতা সম্পন্ন মানুষের রায় নিয়ে চললে সুবিধা হবে। পড়াশোনায় মনোযোগ দিন। গুরুজন ও বরিষ্ঠদের সঙ্গে সম্মানজনক ব্যবহার করুন। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই সময়কাল খুবই কঠিন হতে চলেছে। ব্যবসায় কম লাভ হবে। আয়ের ক্ষেত্র প্রাভাবিত হতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম করলেও সেভাবে ফল পাবেন না। পড়ুয়াদের মনোযোগ ভাঙতে পারে। পড়াশোনায় প্রভাব পড়বে। পারিবারিক জীবনে মা-বাবার সঙ্গে মতভেদ হবে। নিজের কথাবার্তার ওপর সংযম রাখুন। টাকার হিসেব রেখে চলুন। 

কন্যা রাশি
বুধের নক্ষত্র পরিবর্তন আপনার জীবনে অস্থিরতা নিয়ে আসবে। ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক বিগড়াতে পারে। কর্মক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে মতভেদ হতে পারে। টাকা ঋণ নেওয়ার পর বড় কোনও বিপদে পড়তে পারেন। পড়ুয়াদের মন পড়াশোনা থেকে সরে অন্য বিষয়ে আটকাতে পারে। শিক্ষা, কেরিয়ারে বাধা আসতে পারে। ঝগড়া অশান্তি হতে পারে পরিবারে। অর্থ খরচ হবে। ব্যাঙ্ক ব্যালেন্স ঠিকঠাক রাখা আপনার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। 

Read more!
Advertisement
Advertisement