Advertisement

Budh Shukra Gochar: শনির রাশিতে বুধ-শুক্র, ২০২৬-এর শুরুতেই ৩ রাশির বাম্পার লাভ

বৈদিক জ্যোতিষ অনুযায়ী শনির রাশি মকরে শুক্র এবং বুধ গ্রহের সংযোগ হতে চলেছে। জানুয়ারিতে তৈরি এই সংযোগের জন্য কিছু মানুষের জীবনে খুশির দিন আসবে। এক্ষেত্রে ধনদাতা গ্রহ শুক্র এবং ব্যবসাদাতা বুধ, শনির রাশি মকরের সঙ্গে জুড়ে যাবে। যার ফলে ভাগ্য চমকে যাবে কয়েকটি রাশির।

বুধ-শুক্র গোচরবুধ-শুক্র গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Nov 2025,
  • अपडेटेड 4:34 PM IST
  • বৈদিক জ্যোতিষ অনুযায়ী শনির রাশি মকরে শুক্র এবং বুধ গ্রহের সংযোগ হতে চলেছে
  • জানুয়ারিতে তৈরি এই সংযোগের জন্য কিছু মানুষের জীবনে খুশির দিন আসবে
  • এক্ষেত্রে ধনদাতা গ্রহ শুক্র এবং ব্যবসাদাতা বুধ, শনির রাশি মকরের সঙ্গে জুড়ে যাবে

বৈদিক জ্যোতিষ অনুযায়ী শনির রাশি মকরে শুক্র এবং বুধ গ্রহের সংযোগ হতে চলেছে। জানুয়ারিতে তৈরি এই সংযোগের জন্য কিছু মানুষের জীবনে খুশির দিন আসবে। এক্ষেত্রে ধনদাতা গ্রহ শুক্র এবং ব্যবসাদাতা বুধ, শনির রাশি মকরের সঙ্গে জুড়ে যাবে। যার ফলে ভাগ্য চমকে যাবে কয়েকটি রাশির।

জ্যোতিষ বলছে, ১৩ জানুয়ারি শুক্র গোচর করে মকর রাশিতে প্রবেশ করবে। তারপর ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতেই থাকবে। ও দিকে ১৭ জানুয়ারি ২০২৬-এ বুধ গোচর করবে মকরে। তারপর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই রাশিতেই থাকবে। এভাবে শনি রাশিতে মকর ১৭ জানুয়ারি ২০২৬ থেকে শুরু করে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই গ্রহের যুতি থাকবে। তাই এই ১৫ দিন ৩ রাশির জন্য দারুণ খুশির খবর বয়ে আনতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশির জন্য এই সময়টা খুবই ভাল যাবে। এই সময় বুধ এবং শুক্র ভাল জায়গায় থাকবে। যার ফলে কেরিয়ারে এগিয়ে যাবেন তরতরিয়ে। শুধু তাই নয়, যারা ব্যবসা করছেন, তারাও এই সময় লাভ পাবেন। হাতে আসবে টাকা। পাশাপাশি যারা এখনও কিছু আয় করছেন না, তারাও পাবেন রোজগার। পাশাপাশি ধনও পাবেন এবং বাবার সঙ্গে সম্পর্ক ভাল হবে।

তুলা রাশি

এই সময়টা দারুণ যাবে তুলা রাশিরও। এই রাশির অধিপতি শুক্র গ্রহ বুধের সঙ্গে যুতি তৈরি করবে। যার ফলে ভাগ্য ফিরবে এই রাশির। এই সময় কাজকর্ম ঠিকঠাক হবে। হাতে আসবে টাকা। পাশাপাশি সময়টা খুবই ভাল যাবে এই সময়। এছাড়া আপনি এই সময় খুব আনন্দে থাকবেন। পরিবারে খুশির আবহাওয়া তৈরি হবে। কোথাও বিনিয়োগ করে লাভ পাবেন।

মকর রাশি

এই সময়টা মকর রাশিও ভাল ফল পাবে। যে কাজই করবেন, তাতেই লাভ পাবেন। হাতে আসবে টাকা। পাশাপাশি নতুন অনেক সুযোগ আসবে। সেগুলিকে কাজে লাগান। শুধু তাই নয়, আপনাদের হাতে অনেক টাকাও আসতে পারে। অবিবাহিতরা বিয়েও করতে পারেন। তাই মকর রাশিরাও এই সময় ভাল সময়ের জন্য তৈরি থাকুন।

Advertisement
 

Read more!
Advertisement
Advertisement